
New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team 3rd T20I Live Scorecard: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল অকল্যান্ডে একে অপরের মুখোমুখি হয়। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিস্ফোরক পারফরম্যান্স করে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্ক চ্যাপম্যান (Mark Chapman)। ৯৪ রানে আউট হয়ে মেন ইন গ্রিনের বিপক্ষে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। তবে তার বিস্ফোরক ইনিংস সামলাতে হিমশিম খেয়ে যায় পাকিস্তানের বোলাররা। তবে বল হাতে আজ ভালো শুরু করেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। প্রথম ওভারে ফিন অ্যালেনকে (Finn Allen) শূন্য রানে আউট করেন শাহিন। তবে শুরু থেকেই বোলারদের পেছনে লেগে পাকিস্তানি বোলারদের ছিন্নভিন্ন করে দেন চ্যাপম্যান। ড্যারিল মিচেলের (Daryl Mitchell ) সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন এই তারকা। তবে ১৩তম ওভারে তার ইনিংস শেষ করে দেন আফ্রিদি। NZ vs PAK 3rd T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় টি-২০; সরাসরি দেখবেন যেখানে
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টি২০ লাইভ স্কোরকার্ড
Mohammad Abbas Afridi takes the last wicket to fall as New Zealand are bowled out for 204 📝
Pakistan chase to begin shortly 🏏#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/5wRvbPMRZF
— Pakistan Cricket (@TheRealPCB) March 21, 2025
চ্যাপম্যানের ৯৪ রানের ইনিংস আসে ৪৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায়। ২০২৩ রাওয়ালপিন্ডি ম্যাচে ১০৪* রান করে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হতে পারার সুযোগ আজ হাতছাড়া হয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে চ্যাপম্যানের সংগ্রহ ২০টি টি-টোয়েন্টি ইনিংসে ৬৩৬ রান। আজ পাকিস্তানের বিপক্ষে নিজের চতুর্থ ফিফটি করেন তিনি। ক্রিজ থেকে চ্যাপম্যানের বিদায়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ভেঙে পড়ে। তার আউট হতেই মিচেল এবং কাইল জেমিসন দ্রুত পরপর আউট হন। তবে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ১৯.৫ ওভারে কিউইরা ২০৪ রানে অলআউট হয়ে যায়। তিন ব্যাটসম্যানকে আউট করেন হারিস রউফ (Haris Rauf)। উল্লেখ্য, পাঁচ ম্যাচের লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।