কলকাতা, ২ জানুয়ারি: শনিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (BCCI President Sourav Ganguly)। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে (Woodland Hospital) নিয়ে যাওয়া হয়। জানা যযায়, জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তাঁর ব্ল্যাক আউট হয়ে যায়। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক মহল থেকে খেলার জগৎ অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানান,'সৌরভ গাঙ্গুলির মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট , দ্রুত আরোগ্য কামনা করি'। সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখর। আরও পড়ুন, মেলবোর্নের রেস্তোরাঁয় হঠাৎ দেখা, টিম ইন্ডিয়ার খাবারের বিল মেটালেন ভক্ত
Sad to hear that @SGanguly99 suffered a mild cardiac arrest and has been admitted to hospital.
Wishing him a speedy and full recovery. My thoughts and prayers are with him and his family!
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2021
Wishing speedy recovery for @SGanguly99 who suffered a heart attack. Gathered from CEO Woodlands Hospital that he is stable.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 2, 2021
এই মুহূর্তে হাসপাতালের এর্মাজেন্সিতে তাঁকে দেখছেন চিকিৎসরা। আপাতত ঠিক আছেন সৌরভ। ঠিক কী কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। আজ সকালে জিম করার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। সৌরভের অসুস্থতার খবর পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানিয়েছে এবিপি আনন্দ।