কলকাতা, ১৪ অক্টোবর: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বাংলার মহারাজের দেশের ক্রিকেটের সিংহাসনে বসা নিয়ে গোটা রাজ্যজুড়ে খুশির হাওয়া। আর এমন সময় ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসতে চলা দাদাকে শুভেচ্ছা জানালেন দিদি। জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya)-র মৃত্যুর পর সিএবি সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আসার পিছনে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আর সেই ক্রিকেট প্রশাসক সৌরভ এখন বিসিসিআই (BCCI)- য়ের মসনদে।
টুইটারে মমতা সৌরভকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, সর্বসম্মতিক্রমে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় সৌরভ গাঙ্গুলিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সৌরভকে উদ্দেশ্য করে মমতা লেখেন, তুমি ভারত এবং বাংলাকে গর্বিত করেছ। সিএবি সভাপতি হিসাবে তোমার কাজে আমরা গর্বিত।" আরও পড়ুন-জানেন কোন অভিনেত্রীকে বিয়ে করছেন মনীশ পান্ডে
Heartiest congratulations to @SGanguly99 for being unanimously elected @BCCI President. Wish you all the best for your term. You have made India and #Bangla proud. We were proud of your tenure as CAB President. Looking forward to a great new innings.
— Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019
দেশের অন্যতম সফল অধিনায়ক থেকে একেবারে বোর্ডের সিংহাসন। বাংলার মহারাজ পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটের গুরু দায়িত্ব। বড় কোনও নাটকীয় পরিস্থিতির তৈরি না হলে, হয়তো আজ বিকেলের মধ্যেই সৌরভের নাম বিসিসিআই সভাপতি হিসাবে সরকারীভাবে ঘোষণা হয়ে যেতে চলেছে। তার আগে সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে মুখ খুললেন সৌরভ। দাদা জানালেন, "আপনাদের দুপুর তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে।''
তবে দায়িত্ব নেওয়ার আগে সৌরভ বললেন, "আমি এমন একটা সময় বোর্ডের দায়িত্ব নিতে চলেছি যখন গত তিন বছর ধরে বিসিসিআই দারুণ একটা জায়গায় নেই। বিসিসিআইয়ের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। আমার কাছে দারুণ একটা সুযোগ আছে ভাল কিছু করার।" পাশাপাশি দাদা জানিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের দিকে তিনি প্রথমে নজর দিতে চান। তিন বছরের বাধ্যতামূলক 'কুলিং অফ'-এর জন্য ১০ মাস পর সভাপতি পদ থেকে সরে যেতে হবে সৌরভকে। স্বল্প সময়ের দায়িত্ব পেয়ে সৌরভ চান ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের সঙ্গে কথা বলতে। তারপর ৩৩ মাসে সিওএ বা Committee of Administrators (CoA) যা করতে পারেনি সেটাই করে দেখাতে চান সৌরভ।