Bangladesh T20I Team (Photo Credit: Bangladesh Cricket/ X)

BAN Squad, BAN vs WI T20I Series: বাংলাদেশের টি-২০ দলে ফিরতে চলেছেন অধিনায়ক লিটন দাস (Litton Das)। আগামী সপ্তাহে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ম্যাচের জন্য উপস্থিত থাকবেন তিনি। লিটন গত মাসে এশিয়া কাপ চলাকালীন সাইড স্ট্রেনের কারণে টি২০ দলে অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ তাদের নিয়মিত অধিনায়ক ছাড়া জাকের আলির (Jaker Ali) অধীনে খেলে। শারজাহে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ সিরিজ জেতার সময় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। লিটন এশিয়া কাপের দুইটি ম্যাচ এবং পুরো আফগানিস্তান সিরিজে অনুপস্থিত ছিলেন। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে, তিনি দলের মহম্মদ সাইফউদ্দিনের (Mohammad Saifuddin) জায়গায় ফিরে এসেছেন। অন্য একটি পরিবর্তনে সৌম্য সরকারকে (Soumya Sarkar) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। ঘরের মাঠে সৌম্য সম্প্রতি দারুণ করেছেন। গতকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রানের অনন্য ইনিংস খেলেন তিনি। BAN vs WI 3rd ODI Scorecard: মিরপুরে সৌম্য-সাইফের ১০০ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোর-২৯৬/৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

সৌম্যের বদলে দলে খেলবেন পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon)। দলে থাকা বাকি সকল ক্রিকেটার শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণে দল প্রায় অপরিবর্তিত রয়েছে। এই তিন ম্যাচের টি২০আই সিরিজ চট্টগ্রামে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি২০ স্কোয়াডঃ লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকির আলী, শামিম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।