Soumya Sarkar and Saif Hassan (Photo Credits: ESPNCricinfo/ X)

Bangladesh National Cricket Team vs West Indies National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৩ অক্টোবর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) মুখোমুখি হয় BAN বনাম WI। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরে আজ দারুণ শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার (Soumya Sarkar) এবং সাইফ হোসেন (Saif Hassan) উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পার্টনারশিপ করেন। এটি দীর্ঘ ৪৫ ইনিংসের পর বাংলাদেশে প্রথম ওয়ানডেতে ওপেনিং জুটি। শেষবার শতরানের জুটি আসে ২০২৩ সালে। মিরপুরের স্লো পিচে সৌম্য ও সাইফ ২৫ ওভারে ১৭৬ রান করেন বিনা উইকেট খুইয়ে। এরপর সাইফ ৮০ রানে এবং খুবই ভালো খেলে সৌম্য ৯১ রানে আউট হন। NZ vs ENG 3rd T20I: বৃষ্টিতে বাতিল তৃতীয় ম্যাচও, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ইংল্যান্ড

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে স্কোরকার্ড

এরপর বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) কিছুটা লড়াই দেখিয়ে ৪৪ রান করেন, কিন্তু বাকিরা ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ে ঘায়েল হলে ২৯৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। একসময় ৪০০ স্কোর হবে মনে হলেও তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে গেলে আকিল হোসেন (Akeal Hosein) ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারকে ভেঙে দেন। তার সঙ্গ দিতে ২ উইকেট তুলে নেন অ্যালিক আথানাজে (Alick Athanaze)। এছাড়া বাকি ১টি করে উইকেট পান রোস্টন চেজ (Roston Chase) এবং গুদাকেশ মোতি (Gudakesh Motie)।