আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ০ ও ২২ রানের ইনিংস খেলে তার র্যাঙ্কিংয়ে মারাত্মক প্রভাব পড়েছে। গত কয়েক বছরে প্রথমবারের মতো সব ফরম্যাট মিলিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই বাবর। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারির পর থেকে একটিও টেস্ট না খেলেই র্যাঙ্কিংয়ে তাঁর উপরে উঠে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং নবম স্থানে রয়েছেন তার চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছেন বাবর। টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসেও লিটন দাস শূন্য রানে ক্যাচ ধরলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সেক্ষেত্রে বাবর শীর্ষ দশে জায়গা হারিয়ে ফেলতেন। Virat Kohli Congratulates Jay Shah:আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে অভিনন্দন বিরাট কোহলি-র, দেখুন পোস্ট
আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট এবং আগামী সপ্তাহে বাবর আজমের সামনে সুযোগ থাকবে শীর্ষ পাঁচে ফিরে আসার। অন্যদিকে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান টেস্টে ১৭১* ও ৫১ রান করে সাত ধাপ এগিয়ে গেছেন। ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজার সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৪২ ও ৬২* রানের ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং
Three places up for Harry Brook, while Babar Azam slips down to ninth from third
Latest ICC rankings: https://t.co/46sEbfH8aQ pic.twitter.com/vyXv3zIgsL
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 28, 2024