Sourav Ganguly's Statue At Eden Gardens: ইডেনে বসছে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীর মূর্তি
ভরা ইডেনে সেলফি তুললেন সৌরভ গাঙ্গুলি Credits: Sourav Ganguly/Twitter)

কলকাতা, ২১ ফেব্রুয়ারি: ইডেনে গার্ডন্সে (Eden Gardens) বসছে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মূর্তি (Statue)। বর্তমানে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। সূত্রের খবর, সৌরভ নিজেই নাকি ঝুলন গোস্বামীর মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন। বাংলা থেকে ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন পঙ্কজ রায় (Pankaj Roy), সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami)। ক্রিকেটে প্রশাসক জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) অবদানও অনস্বীকার্য। তাই সবাইকে সম্মান জানিয়েই মূর্তি বসানোর পরিকল্পনা নিয়েছে সিএবি। একই সঙ্গে প্রয়াত সিএবি সভাপতি বিশ্বনাথ দত্তের (Biswanath Dutta) মূর্তিও ইডেনে বসাতে চাইছে বাংলার ক্রিকেট সংস্থা।

বৃহস্পতিবার সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সহ-সভাপতি নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলিসহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা। টিকিটের দাম ছাড়াও ইডেনে পরিকাঠামোগত পরিবর্তনের কথা আলোচনা হয়েছে। আলোচনায় স্থির হয়েছে, ইডেনে বসবে জগমোহন ডালমিয়া, পঙ্কজ রায়, সৌরভ গাঙ্গলি ও ঝুলন গোস্বামীর মূর্তি। আরও পড়ুন: Women's T20 World Cup 2020: টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের মেয়েদের, সিডনিতে ১৭ রানে হারল অস্ট্রেলিয়া

বৈঠক শেষে সিএবি-র সচিব স্নেহাশিস গাঙ্গুলি জানান, ইডেনে একটি মিউজিয়াম তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। ইডেনের ইন্ডোরের সামনে তৈরি হবে সেই মিউজিয়াম। ঐতিহ্যবাহী বিভিন্ন স্মারক রাখা হবে সেই মিউজিয়ামে। গোলাপি বল, বাংলার ক্রিকেট দলের জার্সি এমন অনেক কিছুই রাখা থাকবে সেখানে। এছাড়াও মেমোরাবিলিয়া শপও চালু হবে। পাশাপাশি ক্রীড়া প্রেমীদের জন্য বিশেষ চমক হিসেবে বিনামূল্যে ইডেন ঘুরে দেখানোর ব্যবস্থাও চালু হবে।