আজ ৪ মে আইপিএলের ষোড়শ আসরের ৪৭ নম্বর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই দুদলই তিনটি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। নিজেদের মরসুমে শক্তিশালী শুরু করলেও নাইট রাইডার্সের বোলিং আক্রমণে ধারাবাহিকতা নেই। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়েস শর্মাদের স্পিন ত্রয়ীর ওপর ভরসা রেখেই জিততে চায় তারা। হায়দরাবাদ ব্যাটিং ইউনিট আকর্ষণীয় ফর্মে না থাকা সত্ত্বেও চেষ্টা করবে ঘরের মাঠে জয় পেতে। এডেন মার্করামের দল নাইট রাইডার্সের বিরুদ্ধে উন্নত পারফরম্যান্সের আশা করবে। শেষবার ইডেন্সে যখন দুই দল মুখোমুখি হয় হ্যারি ব্রুক শতরানের সৌজন্যে সহজ জয় তুলে নেয় হায়দারাবাদ।
𝗥iders. 𝗥isers. 𝗥ematch. Let's go, boys! 👊#SRHvKKR | #AmiKKR | #TATAIPL pic.twitter.com/toY1D8xELj— KolkataKnightRiders (@KKRiders) May 4, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?
৪ মে কলকাতার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।