কলকাতা, ১৯ ডিসেম্বর: IPL 2020 Players Auction-আইপিএল নিলামে (IPL 2020 Players Auction) বৃহস্পতিবার চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ( Kolkata Knight Riders)। রীতিমতো যুদ্ধ করে কেকেআর ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার স্টার পেসার প্যাট কামিন্সকে (Pat Cummins)। এবারের নিলামে বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা থাকা। শাহরুখ খানের (Shahrukh Khan) ফ্র্যাঞ্চাইজি সাড়ে ১৫ কোটি টাকা খরচ করল তাঁকে দলে নিতে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab) সঙ্গে যুদ্ধ করে কেকেআর (KKR) তাঁকে ছিনিয়ে আনেন। দিল্লি এবং পঞ্জাব এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিতে ১৪ কোটি টাকা দাম দেয়। তখনই কেকেআর কামিন্সের জন্য টাকা খরচের সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদনে আপনি কেকেআর-র সম্পূর্ণ স্কয়্যাডের তালিকা দেখতে পাবেন। তাই পড়ে ফেলুন তাড়াতাড়ি।
আইপিএলের ইতিহাসে কামিন্সই হয়ে গেলেন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ও বোলার। এর আগে শেষ ১২ বছরে কোনও বিদেশি ক্রিকেটারের জন্য় এত টাকা খরচ করার নজির নেই। কামিন্সের আগেই থাকবেন যুবরাজ সিং। ২০১৫ সালে যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্য়াপিটালস)। যদিও সবার আগে এই তালিকায় আছেন বিরাট কোহলি। আরসিবি তাঁকে ১৭ কোটি টাকায় রিটেইন করেছিল। কামিন্স ছাড়াও নাইট রাইডার্স ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যানের জন্য ৫.২৫ কোটি টাকা খরচ করেছে কেকেআর। আরও পড়ুন: IPL 2020 Players Auction: কলকাতায় চলছে আইপিএল নিলাম, জেনে নিন কত দরে, কোন দলে, কোন ক্রিকেটার
🗣 Hear what @patcummins30 has to say about returning home to KKR 😍#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 #PatCummins pic.twitter.com/abULyraWZE
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২০-র স্কয়্যাড:
দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতীশ রানা, রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গুর্নি, কমলেশ নগরকোটি, শিবম মাভি, প্যাট কামিনস, ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন, ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি