রোহিত শর্মা, লোকেশ রাহুল। (Photo Credits: Getty Images)

নয়া দিল্লি, ১০ সেপ্টেম্বর: জল্পনাটা বেশ কিছু দিন ধরেই চলছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে লোকেশ রাহুল (Lokesh Rahul)-এর ব্যর্থতার পরই রোহিত শর্মা (Rohit Sharma)-কে টেস্ট ওপেনার হিসাবে ব্যবহারের জল্পনা শুরু হয়। সীমিত ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে আছেন রোহিত শর্মা। ইংল্যান্ডে ক মাস আগে বিশ্বকাপে রোহিত শর্মা (৬৪৮ রান) সর্বাধিক রান করেন। কিন্তু এরপরেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয় রোহিতকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুরন্ত খেলা হনুমা বিহারি যেমন খেলছেন তাতে মিডল অর্ডারে রোহিতের টেস্ট খেলার সম্ভাবনা কমে গিয়েছে।

মুম্বইয়ের তারকা এই ব্যাটসম্যানকে পাঁচ দিনের ক্রিকেটে প্রথম একাদশে জায়গা দিতে নয়া পরিকল্পনা নিচ্ছেন ভারতীয় নির্বাচকরা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যেমন রোহিত শর্মাকে টেস্ট ওপেনার হিসাবে খেলানোর পরামর্শ দিয়েছিলেন, তেমন কিছুই ভেবে দেখছেন এমএসকে প্রসাদ-রা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে লোকেশ রাহুল চারটে ইনিংসে করেন ৪৪,৩৮,১৩ এবং ৬। নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ (MSK Prasad)-ও জানিয়েছেন, রাহুলের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। টেস্ট ওপেনার হিসাবে রাহুলের ধৈর্য্য আর টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ২ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গী হিসেবে তিনটে নাম নিয়ে লড়াই চলছে। টিম ইন্ডিয়ার ওপেনার হিসাবে রোহিত শর্মা, শিখর ধাওয়ানের সঙ্গে লড়াইয়ে আছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ-ও। গুজরাটের ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চলের নাম নিয়েও আলোচনা হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ওপেনার হিসাবে রোহিত শর্মা-কে দেখা যাবে কি? এমএসকে প্রসাদ জানালেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে আলচোনা চলছে। রোহিত শর্মা-কে ওপেনার হিসাবে বিবেচিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।