Shardul Thakur & Lockie Fergueson in KKR (Photo Credit: @SkyblogsI/ X)

প্লেয়ার রিটেন এবং রিলিজের সময়সীমা যত এগিয়ে আসছে, দলগুলি কৌশলগত পদক্ষেপগুলি বিবেচনা করছে এবং একটি সম্ভাব্য বড় চুক্তির দিকে মুখিয়ে রয়েছে। এক টিম অধিনায়ককে নিয়ে বাণিজ্যের গুঞ্জনের মধ্যে জল্পনা চরমে পৌঁছেছে। নিলামের আগে খেলোয়াড়দের দলবদল কিংবা বাদ দেওয়া নিয়ে চাপা গুঞ্জন বাড়তি মাত্রা যোগ করেছে। যদিও আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। Cricbuzz-এর খরব অনুসারে শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন ও টিম সাউদিকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় রয়েছেন বাংলাদেশের তারকা সাকিব-আল হাসান এবং লিটন দাসও।   উল্লেখ্য, প্লেয়ার রিলিজ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, কেকেআর হয়তো পাওয়ার হাউস অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ধরে রাখতে পারে। Joe Root, IPL 2024: বেন স্টোকসের পর আগামী আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটও

গত আইপিএলে ১৪ ম্যাচে ছয়টি জয় নিয়ে সপ্তম স্থানে মরসুম শেষ করে কেকেআর। তবে লিগের আসন্ন আসরে আরও ভাল পারফরম্যান্স দেখাতে চাইবে দু'বারের চ্যাম্পিয়ন। কলকাতা ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজির পার্সে এই মুহূর্তে ১.৬৫ কোটি টাকা রয়েছে এবং আগামী মরসুমকে সামনে রেখে তারা দলে কিছু বড় নাম যুক্ত করতে চাইবে। ২০২৩ সালের আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর শ্রেয়স আইয়ার আত্মবিশ্বাসী এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাইবেন। দলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো হেভি হিটারও রয়েছে। এরমধ্যে আর একটি সুখবর যে গৌতম গম্ভীর কলকাতায় ফিরছেন দলের মেন্টর হিসেবে। দুটি শিরোপা জয়ে তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ফ্র্যাঞ্চাইজিটিকে তৃতীয় আইপিএল শিরোপা নিশ্চিত করতে অবশ্যই সব দিক থেকে সাহায্য করতে চাইবেন তিনি।