আজ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস (Karachi Kings) ও ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুরুটা খুব একটা ভালো হয়নি করাচির। টানা দুই ম্যাচ হেরেছে তারা। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) দলের বিরুদ্ধে নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া তারা। অন্যদিকে শেষ বলের লড়াইয়ে মুলতান সুলতানসকে (Multan Sultans) হারিয়ে আজ মাঠে নামবে লাহোর কালান্দার্স। সামনের ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে কিংসের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা।
MATCH DAY
Pakistan Super League 2023#PSL8 #MSvIU #MultanSultans #IslamabadUnited #KKvLQ #KarachiKings #LahoreQalandars pic.twitter.com/xIqfu63DfU
— Square Sports Cricket (@squarescricket) February 19, 2023
কবে, কোথায় আয়োজিত হবে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের খেলা?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের খেলা?
পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।