WTC Final 2023-25: সম্প্রতি জশ হ্যাজেলউড (Josh Hazlewood) আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এর হয়ে খেলে ফর্মে ফিরেছেন। চোট সারিয়ে তার দারুণভাবে ফিরে আসায় তিনি সম্ভবত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে খেলতে চলেছেন বলে ESPNCricinfo-এর একটি রিপোর্টে জানানো হয়েছে। সেখান আরও বলা হয়েছে এই তারকা পেসার ফিরলে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়তে পারেন আরেক তারকা পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। আইপিএলের শেষ ম্যাচ পর্যন্ত হ্যাজেলউড আইপিএলে দশ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষস্থানীয় উইকেট শিকারীর একজন। যদিও টি-টোয়েন্টি এবং টেস্ট ম্যাচের বোলিং যথেষ্ট আলাদা কিন্তু তার ট্রেডমার্ক ব্যাক-অফ-লেন্থ বোলিং সবার নজর কেড়েছে। তার বোলিং আক্রমণে নজর রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়াও। অন্যদিকে, দুই বছর আগে বোল্যান্ড ভারতের বিপক্ষে ডব্লিউটিসি ফাইনাল দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট নেন। তবে এবার মনে হয় হ্যাজেলউডের উপর ভরসা রাখতে চলেছে প্যাট কামিন্সরা। WI vs AUS Test Series 2025: দেশের বাইরে প্রথমবার পিঙ্ক বল টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, সামনে ওয়েস্ট ইন্ডিজ
ফিরেছে জশ হ্যাজেলউডের ফর্ম
31 Dot Balls out Of 48 Balls bowled by Josh Hazelwood. Brilliant performance. 🙏🙏 pic.twitter.com/NaYSQsj1jW
— The Cricket Lab (@funnycric) March 31, 2025
হ্যাজেলউডের চোটের সমস্যা
তবে টেস্ট ফরম্যাটে হ্যাজেলউডের চোটের সমস্যা বেশ ঘন ঘন। এই বছরই ভারতের বিপক্ষে কাফ স্ট্রেনের কারণে চতুর্থ দিনে এক ওভারের স্পেলের পরে গাব্বা থেকে বেরিয়ে যান হ্যাজেলউড। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে চোটের কারণে মাত্র চারটি টেস্ট খেলেন তিনি। তবে ডব্লিউটিসি ফাইনালের পরে তিনি ১৩টি ম্যাচের মধ্যে ১২টিতে অংশ নেন তিনি। তাঁকে কেবল অ্যাসেজে হেডিংলিতে বিশ্রাম দেওয়া হয়। তবে কাফ ইনজুরি থেকে হ্যাজেলউড সেরে ওঠার পর তার নিতম্বের সমস্যা দেখা দেয় সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান তিনি। এখন আইপিএলে ফিরে নিজের পুরনো ধার ফিরে পেয়েছেন তিনি।
তবে টেস্ট দলে জায়গা পেলে হ্যাজেলউডের চোখ থাকবে ৩০০ উইকেটের মাইলফলকের দিকে। রিপোর্ট বলছে, অস্ট্রেলিয়ার বোল্যান্ডসহ মে মাসে ব্রিসবেনে বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্প হবে ব্রিসবেনে। ডব্লিউটিসির ফাইনাল স্কোয়াডে ১৫ জন খেলোয়াড় থাকবে। আগামী ১১ই মের মধ্যে আইসিসির কাছে প্রাইমারি স্কোয়াড জমা দিতে হবে তাদের। তবে মাসের শেষ তারা দলে চেঞ্জ করতে পারবে। এরপর যেকোনো ইনজুরি রিপ্লেসমেন্টের জন্য টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। সেই কথা মাথায় রেখে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ কয়েকজন ট্র্যাভেল রিজার্ভ থাকবে বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তারা সরাসরি ওয়েস্ট ইন্ডিজে তিন টেস্টের সিরিজ খেলতে যাবে।