WI vs AUS Test Series 2025: চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিন-রাত্রির টেস্ট খেলতে চলেছে অস্ট্রেলিয়া। আগামী, ২৫ জুন বার্বাডোজে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর গ্রানাডায় আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট। এরপর জ্যামাইকার সাবিনা পার্কে তৃতীয় ও শেষ ম্যাচ হবে পিঙ্ক বলের টেস্ট (Pink Ball Test) ম্যাচ। অস্ট্রেলিয়াকে পিঙ্ক বল টেস্টে হারানো বেশ কঠিন কাজ। গত এক দশকে মোট ২৩টি দিন রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৩টিই খেলেছে অজিরা এবং ১২টি জিতেছে। তাদের একমাত্র হার আসে ২০২৪ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৫ মাস আগে গাব্বা টেস্টে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া ম্যান ইন মেরুনের কাছে সুযোগ থাকবে ঘরের মাঠে অজিদের ধরাশায়ী করার। এই বছরের শেষের দিকে গাব্বায় অ্যাসেজর পিঙ্ক বল টেস্টের আগে এটি অস্ট্রেলিয়ার প্রথম বিদেশের মাটিতে দিন-রাতের টেস্ট হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটি ঘরের মাঠে দ্বিতীয় দিন-রাত্রির টেস্ট। WI vs AUS Series Schedule 2025: দশবছরে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, একনজরে সূচি
দেশের বাইরে প্রথমবার পিঙ্ক বল টেস্ট খেলবে অস্ট্রেলিয়া
An exciting update for Australia's three-Test tour in June and July: https://t.co/ovWJrdpJYV#WIvAUS | @windiescricket pic.twitter.com/8WLhF2smno
— cricket.com.au (@cricketcomau) April 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)