চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজ তথা গায়ানার প্রাক্তন ব্যাটসম্যান জো সলোমন (Joe Solomon)। শুক্রবার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৫৮ থেকে ১৯৬৫ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭টি টেস্ট খেলে ৩৪ গড়ে ১৩২৬ রান করেন সলোমন। যদিও তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে দেরিতে শুরু করেন তবে দ্রুত তার যোগ্যতা প্রমাণ করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর প্রথম তিনটি ইনিংসে সেঞ্চুরি ছিল। জ্যামাইকার বিপক্ষে অপরাজিত ১১৪ রান, বার্বাডোজের বিরুদ্ধে ১০৮ আর সফরকারী পাকিস্তানিদের বিপক্ষে ১২১। এরপর সেখান থেকে সরাসরি ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভূক্ত হন তিনি। চতুর্থ টেস্টে দিল্লিতে অপরাজিত ১০০ করেন। সেই সিরিজে তাঁর গড় রান ছিল ১১৭। তবে ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত টেস্টের জন্য সলোমনকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়। জয়ের জন্য ছয় রান এবং তিন উইকেট বাকি থাকতেই অস্ট্রেলিয়া ইতোমধ্যেই নাটকীয়ভাবে টেস্ট জয় নিশ্চিত তখন তিনি প্রথম টেস্ট ড্র করান সলোমন। Racist Term in Pakistan Match: পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে স্কোরবোর্ডে বর্ণবিদ্বেষী শব্দ; ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
দেখুন পোস্ট
Joe Solomon, who played 27 Tests for West Indies between 1958 and 1965, has died at the age of 93.
Solomon's finest effort came in the first ever tied Test in Brisbane in 1960, scoring 65 and 47 and pulling off two run outs with direct hits in Australia's chase, the second one… pic.twitter.com/VZIQAHWong
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 9, 2023