বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) ভারতীয় খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য একটি 'টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম' (Test Cricket Incentive Scheme) ঘোষণা করেছেন। যারা লাল বলের ফর্ম্যাটকে অগ্রাধিকার দেয় এবং সর্বদা সাদা পোশাক পরতে এবং দেশের হয়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে খেলতে রাজি তারাই সুযোগ পাবে এই স্কিমের। এই স্কিমটি গত ২০২২-২৩ মরসুম সহ এখনকার ভারতীয় টেস্ট খেলোয়াড়দের প্রচুর আর্থিক সুবিধা দেবে। এই পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত ৪০ কোটি টাকা দেওয়া হবে। যে খেলোয়াড়রা এক মরসুমে ৫০ শতাংশের বেশি টেস্ট খেলেন তারা প্রতি ম্যাচে অতিরিক্ত ৩০ লক্ষ টাকা পাবেন এবং যারা সব ম্যাচে স্কোয়াডে থাকবেন তারা পাবেন প্রতি ম্যাচে ১৫ লক্ষ টাকা। । IND vs ENG 5th Test Result: ধর্মশালাতেও জারি ভারতের দাপট! ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে একতরফা সিরিজ জয় রোহিতদের
দেখুন পোস্ট
I am pleased to announce the initiation of the 'Test Cricket Incentive Scheme' for Senior Men, a step aimed at providing financial growth and stability to our esteemed athletes. Commencing from the 2022-23 season, the 'Test Cricket Incentive Scheme' will serve as an additional… pic.twitter.com/Rf86sAnmuk
— Jay Shah (@JayShah) March 9, 2024
অন্যদিকে, যে খেলোয়াড়রা এক মরসুমে ৭৫% এর বেশি টেস্ট খেলে একাদশে থাকবেন তারা প্রতি ম্যাচে ৪৫ লক্ষ টাকা করে পাবেন এবং দলে থাকলে প্রতি ম্যাচের জন্য ২২.৫ লক্ষ টাকা করে পাবেন। উল্লেখযোগ্যভাবে, টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিমে যে অর্থ দেওয়া হবে তা ম্যাচ ফি ছাড়াই অতিরিক্ত বোনাস হিসেবে দেওয়া হবে। গত মাসে বিসিসিআইয়ের এক নির্দেশিকায় ভারতীয় ক্রিকেটারদের 'জাতীয় দলের প্রতিনিধিত্ব না করার সময়কালে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে' বলা হয়। ঘরোয়া সার্কিটে অংশ না নেওয়ায় ২০২৩-২৪ সালের বার্ষিক চুক্তি থেকে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে বাদ দিয়েছে বোর্ড।