Border Gavaskar Trophy 2024-25: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিজের ১১তম ৫ উইকেট নিয়ে নিজের সেরাটা দেওয়ার ধারা অব্যাহত রাখলেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পার্থ টেস্টের (AUS বনাম IND) প্রথম দিনে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া বুমরাহ শনিবার (২৩ নভেম্বর) নিজের পঞ্চম উইকেট তুলে নিতে বেশি সময় নেননি। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে স্লিপে আউট করেন বুমরাহ। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও বুমরাহ নিখুঁত শুরু করে ভারতকে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নিতে সহায়তা করেন। টেস্ট ম্যাচের প্রথম দিনে জসপ্রীত বুমরাহকে খেলতেই পারেনি অজি ব্যাটসম্যানরা। শুক্রবার তাঁর পরিসংখ্যান ছিল ১০-৩-১৭-৪। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে বুমরাহ দারুণ এক স্পেলে প্রথম দিন অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৬৭ রানে নামিয়ে আনে। Jasprit Bumrah Dismisses Steve Smith Video: বুমরাহর বলে গোল্ডেন ডাকে ফিরলেন স্মিথ, ডেল স্টেইনের কোন রেকর্ড ছুঁলেন ভারতীয় পেসার
5⃣-wicket haul! ✅
Jasprit Bumrah's 11th in Test cricket 👏 👏
A cracking start to the morning for #TeamIndia on Day 2 👌 👌
Live ▶️ https://t.co/gTqS3UPruo#AUSvIND pic.twitter.com/1YNs653kiX
— BCCI (@BCCI) November 23, 2024
ভারত তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়ার পরে পার্থ টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার জন্য বুমরাহকে ভক্তদের একাংশ সমালোচনা করে। তবে বুমরাহর নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ানদের পাল্টা আঘাত করে আটকে দেয়। বুমরাহ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে গতকাল সময় নেয় মাত্র এক সেশন। তার বিশাল অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা ব্যবহার করে, বুমরাহ পার্থের সজীব পিচকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হয়। গতকাল প্রথম ছয় ওভারের মধ্যেই তিনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার নাথান ম্যাকসুইনি ও উসমান খোয়াজাকে আউট করে ভারত যে অনেক এগিয়ে সেই স্পষ্ট বার্তা দেন বুমরাহ। গুরুত্বপূর্ণ মুহূর্তে বুমরাহ স্টিভ স্মিথ গোল্ডেন ডাকে ফেরত পাঠিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভকে ভেঙে দেন। যা তার বোলিং ইউনিটকে অনুপ্রাণিত করে এবং মহম্মদ সিরাজ এবং অভিষিক্ত হর্ষিত রানা নিশ্চিত করে যে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার যেন পুনরুদ্ধারের কোনও সুযোগ না পায়।