KKR vs CSK, Kolkata Weather Today: আজ (৭ মে) সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমের ৫৭ নম্বর ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হবে। যদিও সিএসকে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, তবে কেকেআরের প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য এটি জয়ের অবশ্যই দরকার। নাইট রাইডার্স যখন সুপার কিংসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত, তখন কলকাতার ইডেন গার্ডেন্সের (Eden Gardens, Kolkata) আবহাওয়াকে পুরো বিশ্বাস করা যাচ্ছে না। পাঞ্জাবা কিংসের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে ইতিমধ্যেই ধুয়ে গিয়ে কেকেআরকে বেশ বিপাকে ফেলেছে। সেই ম্যাচটিও ইডেন গার্ডেন্সে খেলা হয় এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন সেই খেলায় ভালো শুরু করে তখনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও তাদের অভিযানে বাধা দেয়। আজকেও কি সেরকম হতে পারে নীচে সব জানানো হল। Eden Gardens Dhoni: ইডেনে কালই কি শেষ ম্যাচ ধোনির? চড়ছে পারদ
কেকেআর বনাম সিএসকে, আইপিএল ২০২৫
KKR vs CSK pic.twitter.com/QfcMEVjOkQ
— RVCJ Media (@RVCJ_FB) May 7, 2025
কলকাতার আবহাওয়া রিপোর্ট
অ্যাকুওয়েদারের মতে, আজ বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা ৪০ শতাংশের বেশি। ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুরু থেকেই যা এই ম্যাচ পিছিয়ে দিতে পারে। সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় দুই শতাংশ। তবে ইদানীং আইপিএলে আবহাওয়া কতটা অনিশ্চিত তা বিবেচনা করে, বৃষ্টিতে ম্যাচে কতটা প্রভাব পড়বে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে আচমকা এত বৃষ্টি নামে যে খেলা বাতিল করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া আরসিবি বনাম পিবিকেএস এবং এমআই বনাম জিটি ম্যাচেও সমস্যা বাড়ায়। এছাড়া হায়দরাবাদে অবিরাম বৃষ্টিপাতে ম্যাচ শেষ বাতিল করা হয় এবং অরেঞ্জ আর্মি অফিসিয়াল ভাবে আইপিএল থেকে এলিমিনেট হয়ে যায়।