Ireland National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৫ জুন মুখোমুখি হবে IRE বনাম WI। নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রেডির ব্রেডি ক্রিকেট ক্লাবে (Bready Cricket Club, Bready, Northern Ireland) আয়োজিত হয়েছে এই ম্যাচ। প্রথম দুটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।। আইরিশরা ফেব্রুয়ারিতে হারারেতে জিম্বাবয়ের বিরুদ্ধে একটি টি২০ খেলে। সেই সিরিজটিও বৃষ্টির কারণে প্রভাবিত হয়। যেখানে ২টি ম্যাচ বাতিল হয় এবং জিম্বাবয়ে একমাত্র ম্যাচ ৩ উইকেটে জিতে নেয়। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি ইংল্যান্ডে তাদের টি২০ সিরিজে কঠিন সময় পার করেছে, যেখানে তারা তাদের ৩-০ ব্যবধানে হারিয়েছে। তবে, তারা তৃতীয় ওয়ানডেতে ১৯৭ রানের জয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ সমতায় শেষ করে। IRE vs WI 3rd T20I Winning Prediction: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ
FYI Ticket Refunds
If you purchased tickets to either of the first two matches of the current series, please note that a refund will automatically be issued to the credit card you used to purchase the tickets (note: handling fees will not be refunded).
Refunds should appear in… pic.twitter.com/o1LSeqpoWh
— Cricket Ireland (@cricketireland) June 15, 2025
আয়ারল্যান্ড স্কোয়াডঃ পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, হ্যারি টেক্টর, লরকান টাকার, জর্জ ডকরেল, রস অ্যাডেয়ার, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেইস, ক্রেইগ ইয়াং, ব্যারি ম্যাকার্থি, বেঞ্জামিন হোয়াইট, জোশুয়া লিটল, লিয়াম ম্যাকার্থি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ এভিন লুইস, জনসন চার্লস, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, গুদাকেশ মোতি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ম্যাথু ফোর্ড, কেসি কার্টি, জেড গুলি।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ?
১৫ জুন নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রেডির ব্রেডি ক্রিকেট ক্লাবে (Bready Cricket Club, Bready, Northern Ireland) আয়োজিত হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ?
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ?
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।