Ireland National Cricket Team vs West Indies National Cricket Team, 3rd T20I Winning Prediction: আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৫ জুন মুখোমুখি হবে IRE বনাম WI। নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রেডির ব্রেডি ক্রিকেট ক্লাবে (Bready Cricket Club, Bready, Northern Ireland) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? ওয়ানডে সিরিজ বৃষ্টির কারণে প্রভাবিত হওয়ার পর আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম এবং দ্বিতীয় টি২০-ও বাতিল হয়ে যায়। আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই এই খেলাটি জিততে চাইবে যাতে সিরিজ জিতে নিতে চাইবে। তবে রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগের চেয়ে অনেক কম। এটি দুই দলের জন্য মাথাব্যথার কারণ হবে। তবে আজ কিছুটা খেলা হবে এটা নিশ্চিত। IRE vs WI 3rd T20I Dream11 Prediction: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ
📺 Where to watch today's match in Clontarf...
UK/ROI: TNT Sports 9 (Red button)
Rest of the world: Sub-Saharan Africa (Supersport), Caribbean (Rush), India (Fancode), Pakistan (Tapmad)#BackingGreen #TokenFi @solar_failte ☘️🏏 pic.twitter.com/4pWabqtrrw
— Cricket Ireland (@cricketireland) May 25, 2025
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচের হেড টু হেডঃ
টি২০ সিরিজ এখনও পর্যন্ত ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। এই ১০টি ম্যাচের মধ্যে আয়ারল্যান্ড জিতেছে ৩ বার এবং ওয়েস্ট ইন্ডিজ ৩ বার জিতেছে এবং চারটি ম্যাচে কোনও ফলাফল আসেনি।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
যদি বৃষ্টি না হয়, তাহলে প্রথমে বোলিং করা দলের কিছুটা সুবিধা থাকতে পারে। এই রেকর্ডে ইঙ্গিত করা হয়েছে যে টসে জয়ী দল প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেবে।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৭০-১৮০ রান
দ্বিতীয় ইনিংস:১৮০-১৯০ রান
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচে আমাদের Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে এবং ম্যাচটি জেতার তাদের সম্ভাবনা বেশী। তার কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অনেক বেশী বিস্ফোরক তাই তারা রান ভালো চেস করতে পারবে। এই ম্যাচে কোন দল টসে জিতে বোলিং নিচ্ছে সেটার ওপর জয় নির্ভর করবে।
Google বলছে, আজ আয়ারল্যান্ডের জেতার সম্ভাবনা-২৬% এবং ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা-৭৪%