KKR vs RCB (Photo Credit: IPL/ X)

IPL 2025 Opener: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ ২৩শে মার্চ আয়োজিত হবেনা। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার দাবিকে খারিজ করে এখন নতুন রিপোর্ট সামনে এসেছে। ক্রিকবাজের নতুন রিপোর্ট বলছে যে আসন্ন আইপিএল একদিন আগে মানে ২২ মার্চ শুরু হবে। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মধ্যে খেলা হবে। এছাড়া আইপিএল ২০২৫ ফাইনাল ২৫ মে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে বলে জানা গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে বিসিসিআই ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে গুরুত্বপূর্ণ তারিখগুলি শেয়ার করেছে তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আরসিবির অধিনায়ক হিসেবে এটাই হবে রজত পাটিদারের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার ফাফ ডু প্লেসিসের বদলি হিসেবে মধ্যপ্রদেশের অধিনায়কের নাম ঘোষণা করা হয়। তবে শ্রেয়স আইয়ার পঞ্জাব কিংসের অধিনায়ক হয়ে যাওয়ায় এখন কেকেআরের অধিনায়ক কে হবে সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। RCB Captain Rajat Patidar: আরসিবির ২০২৫ আইপিএলের নয়া অধিনায়ক রজত পাটিদার

ইডেনে মুখোমুখি হবে কেকেআর বনাম আরসিবি

রিপোর্টে আরও জানা গেছে যে ব্রডকাস্টারদের অনুরোধে আইপিএল ২০২৫ শুরু ২৩ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আসলে তারা টুর্নামেন্ট শনিবার শুরু করতে চেয়েছিল। এখন ২৩ মার্চ উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫-এর ম্যাচগুলি ১২টি ভেন্যুতে খেলা হবে। এই দশটি নিয়মিত ভেন্যু হল আহমেদাবাদ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, মুল্লানপুর (পাঞ্জাব), দিল্লি, জয়পুর, কলকাতা এবং হায়দরাবাদ। এছাড়া কিছু ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটি এবং ধর্মশালায়। ২৬ ও ৩০ মার্চ গুয়াহাটিতে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস ধর্মশালায় কমপক্ষে দুটি ম্যাচ এবং সর্বাধিক তিনটি ম্যাচ খেলবে বলে আশা করা হচ্ছে। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে হায়দরাবাদে, কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হবে কলকাতায়।