IPL Auction 2022: আইপিএল মেগা নিলামের তারিখ সম্ভবত বদলাতে চলেছে
File image of IPL Auction (Photo Credits: Twitter/IPL 2020 Auction)

মুম্বই, ২০ ডিসেম্বর: আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে আরও একটি খবর সামনে এলো। সম্ভবত পিছিয়ে যেতে পারে আইপিএল ২০২২-এর মেগা নিলাম (Mega Auction)। সেরকম খবরই সামনে এসেছে। এখন পর্যন্ত বিসিসিআই (BCCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহে আইপিএল ২০২২ নিলাম আয়োজন করা হবে। কিন্তু বর্তমানে সেই পরিকল্পনা পরিবর্তন হতে চলেছে। নিলামের সেই তারিখ বদলাতে চলেছে বোর্ড। সূত্রের খবর, তারিখ পিছিয়ে যেতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের মেগা নিলাম নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পরিবর্তে জানুয়ারির তৃতীয় সপ্তাহে আয়োজিত হতে পারে। এর কারণ, বিসিসিআই এখনও নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদকে খেলোয়াড় কেনার অনুমতি দেয়নি।

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন নাইট অধিনায়র গৌতম গম্ভীরকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে আসন্ন আইপিএলে। লখনউ টিমে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসেবে দেখা যেতে চলেছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সাথে কথা বলে, লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এটি নিশ্চিত করেছেন এবং বলেছেন, 'হ্যাঁ, আমরা তাকে (গৌতম গম্ভীর) নিয়েছি।' গত শুক্রবার প্রধান কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করেছে লখনউ। রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলকে দলের দায়িত্ব দিতে চাইছে লখনউ। আরও পড়ুন: Rishabh Pant: ঋষভ পন্থের মুকুটে নয়া পালক

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য় প্রস্তুতি ব্যস্ত বিরাট কোহলির (Virat Kohli) টিমের স্টার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আর রুরকির বছর চব্বিশের ক্রিকেটারকে ভিডিও কল করে এক দারুণ সুখবর শোনালেন উত্তারখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ঋষভ পন্থকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল তারা।