প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। নিলামে সর্বনিম্ন ৫০ লক্ষ বেস প্রাইসে রয়েছেন বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের নাম, এর আগে ১.৫ এবং ১ কোটির তালিকাতে কোনো ভারতীয়কে দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে তাই তাঁদের উৎসাহ হবে সবচেয়ে বেশী। অন্যদিকে, ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেটে কিন্তু রয়েছে গুজরাত টাইটান্সের। IPL Auction 2024: দেখুন, আইপিএল নিলামের ১ কোটি বেস প্রাইসের তালিকায় নেই কোনো ভারতীয়
দেখুন ৫০ লক্ষ বেস প্রাইজের তালিকা
-করুণ নায়ার (ভারত)
-মনীশ পান্ডে (ভারত)
-আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
-রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
-কেএস ভরত (ভারত)
-কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
-ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা)
-দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)
-শিবম মাভি (ভারত)
-চেতন সাকারিয়া (ভারত)
-জয়দেব উনাদকাট (ভারত)
-আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)
-মহম্মদ ওয়াকার সালামখেইল (আফগানিস্তান)
-তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
-অ্যালিক আথানাজ (ওয়েস্ট ইন্ডিজ)
-মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড)
-স্যামুয়েল হেইন (ইংল্যান্ড)
-রেজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)
-ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
-ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
-নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)
-ওয়েসলি আগার (অস্ট্রেলিয়া)
-কাইস আহমেদ (আফগানিস্তান)
-রেহান আহমেদ (ইংল্যান্ড)
-চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)
-ব্রাইডন কারসে (দক্ষিণ আফ্রিকা)
-বেন কাটিং (অস্ট্রেলিয়া)
-ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
-জর্জ গার্টন (ইংল্যান্ড)
-জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা)
-কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)