Jofra-Archer-left-and-Harbhajan-Singh-right (Photo Credit:

রবিবার আইপিএল ২০২৫ (IPL 2025)-এর হায়দরাবাদ ও রাজস্থানের ( SRH vs RR) ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে নাম জড়াল ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং-এর! কমেন্ট্রি বক্সে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গে লন্ডনের ‘কালো ট্যাক্সি’র তুলনা করেন ভাজ্জি। তখন থেকেই বিতর্কের আগুন ধরতে শুরু করেছিল। ম্যাচ শেষের পর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সমালোচনার ঝড় ওঠে।

রাজস্থান রয়্যালস (RR) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন  হরভজন সিং ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। এই সময়ে আর্চার সানরাইজার হায়দরাবাদ (SRH) এর ব্যাটসম্যান ইশান কিষান ও এনরিখ ক্লাসেনের বিরুদ্ধে বল করছিলেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্লাসেন ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি বাউন্ডারি মারার পর হরভজন সিং লন্ডনের ‘কালো ট্যাক্সি’-র সঙ্গে জোফ্রা আর্চারের তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করেন।

দেখুন কী বলেছিলেন হরভজন সিং?

 

নেটিজেনদের কটাক্ষের মুখে হরভজনঃ

কমেন্ট্রি প্যানেল থেকে সরানোর অনুরোধ নেটিজেনদেরঃ-

 বর্ণবিদ্বেষী মন্তব্য হরভজনের ঃ-