সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসেবে এসেছেন শিবম দুবে, ডেভন কনওয়ে, ক্রিস জর্ডান, তুষার দেশপান্ডে এবং অ্যাডাম মিলনে। নিলামে অজিঙ্কে রাহানে, টিম সাউদি, উমেশ যাদব এবং স্যাম বিলিংসের মতো খেলোয়াড়দের নিয়েছিল কলকাতা। তবে, প্রথম ম্যাচে দলের দুই সেরা বিদেশি পেসার প্যাট কামিন্স ও টিম সাউদিকে পাচ্ছে না কেকেআর। অন্যদিকে চোটের জন্য এই ম্যাচে নেই দীপক চাহার। তাই জোরে বোলিং নিয়ে সমস্যায় থাকবে সিএসকে। মইন আলিকেও আজকের ম্যাচে হয়তো পাবে না চেন্নাইয়ের দলটি।
চেন্নাই সুপার কিংস: ডোয়াইন ব্রাভো, রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, শিবম দুবে, তুষার দেশপান্ডে, ক্রিস জর্ডান, অ্যাডাম মিলনে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক)
কলকাতা নাইট রাইডার্স: শিবম মাভি, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কে রাহানে, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (সি), টিম সাউদি, সুনীল নারাইন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল।