IPL 2021 Players Auction: আইপিএল মিনি নিলামে এই ৩ ক্রিকেটার সর্বোচ্চ দর পেতে পারেন
Steve Smith, Chris Morris & Mujeeb Ur Rahman (Photo Credit: Twitter)

আগামীকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL Auction 2021)। নিলামের আসর বসছে চেন্নাইতে। সমস্ত দল তাদের প্রস্তুতি চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত। ২৯২ জনেরও বেশি খেলোয়াড় নিলামে উঠবেন। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হচ্ছে দলগুলিকে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি এই মরশুমের আইপিএল দেশেই হবে নাকি বিদেশে। যদি ধরে নিই আইপিএল দেশেই হচ্ছে তবুও দলগুলি নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না। কারণ সেই করোনাভাইরাস মহামারী।

নিলামের জন্য দলগুলিকে সম্প্রতি হওয়া কয়েকটি টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সে চোখ রাখতে হবে। মু্স্তাক আলি ট্রফি, বিগ ব্যাশ লিগ সহ অন্য একদিনের টুর্নামেন্ট থাকছে দলগুলির নজরে। এই নিলামে কয়েকজন খেলোয়াড় সর্বোচ্চ দরে বিক্রি হতে পারেন। তাঁদের জন্য ঝাঁপাতে পারে সব দলগুলিই, তাই দরও বাড়তে পারে। আরও পড়ুন: IPL Auction 2021: আগামীকাল আইপিএলের মিনি নিলাম, এই খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে কেকেআর

স্টিভ স্মিথ: রাজস্থান রয়্যালস স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে। তা বলে তিনি যে এই মরশুমে সর্বোচ্চ দরে বিক্রি হবেন না তা বলা যাই না। স্মিথ যে কোনও দলেরই সম্পদ হতে পারেন।

ক্রিস মরিস: গত মরশুমে দারুন খেলেছেন সাউথ আফ্রিকার এই অল রাউন্ডার। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দেওয়াতে অনেকেই অবাক হয়েছেন। ব্যাটে সেই ভাবে ছাপ ফেলতে না পারলেও বল হাতে তিনি ১১টি শিকার করেন গত মরশুমে। এছাড়াও সদ্য সমাপ্ত বিগ ব্যাশ লিগেও ভালো ছন্দে ছিলেন তিনি।

মুজিব উর রহমান: আফগানিস্তানের মুজিব উর রহমানকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। তাই তাঁর জন্য ঝাঁপাতে পারে সব দলই। বিশেষত তাঁকে ভালো দরেই তুলতে পারে কেকেআর। গত মরশুমে খুব একটা খেলার সুযোগ পাননি এই স্পিনার।

আইপিএল নিলামে যে দুটি দল সব থেকে বেশি অর্থ নিয়ে নামবে তারা হল কিংস ইলেভেন পাঞ্জাব (৫৩.২ কোটি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩৫.৪ কোটি)। তাই তারা চাইবে বেশি টাকা খরচ করে সেরা খেলোয়াড়দের ঘরে তুলতে।