আইপিএলে (IPL 2020) আজ বিকেলে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (Delhi Capitals) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Kolkata Knight Riders)। আরসিবির বিপক্ষে গত ম্যাচে খুব বাজে হেরেছে কেকেআর। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ২০ ওভারে ৮৪ বেঁধে দেয় কলকাতার ইনিংস। মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলে গুড়িয়ে যায় কলকাতার টপ অর্ডার।
তাই ইয়ন মর্গান নেতৃত্বাধীন কেকেআর আজকের ম্যাচে বেশ চাপে থাকবে। কারণ দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে। কাগিসো রাবাদা, আরিরিচ নর্টজে, অক্সার প্যাটেল মর্গান শিবিরকে ধসিয়ে দিতে পারে। প্লে অফর দৌড়ে লড়াই শুরু হয়ে গেছে। তাই আর একটি ম্যাচে হার কেকেআর-র জন্য ভালো হবে না। আজকের ম্যাচ হারলেই তারা পয়েন্ট টেবিলের নীচের অবস্থানে চলে যাবে। ২০২০-র আইপিএল-র সবচেয়ে ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। যদিও শিখর ধাওয়ান সেঞ্চুরি গত ম্যাচে তাদের হার বাঁচাতে পারেনি। কেকেআর প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারে। অন্যদিকে দিল্লি ড্যামিয়েল সামস বা তুষার দেশপাণ্ডের জায়গায় হর্ষাল বা মোহিতকে চেষ্টা করতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুবমন গিল, টম বান্টন, নীতীশ রানা, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠি, প্যাট কমিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিমরন হেটমায়ার, ড্যানিয়েল স্যামস, মার্কাস স্টোইনিস, অক্সার প্যাটেল, রবিচন্দ্রন আশ্বিন, কাগিসো রাবাদা, তুষার দেশপাণ্ডে / অ্যানরিচ নর্টজে।
পিচ রিপোর্ট: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের যে পিচে কেকেআর ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে, সেটি ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। টসে জিতে ব্যাটিং করা বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন কিউরেটর।
পরিসংখ্যান: এর আগে দুই দল ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ১৩টি ম্যাচে জিতেছে কেকেআর। ১১টি ম্যাচে জিতেছে দিল্লি ক্যাপিটালস।