DC vs KKR: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

আইপিএলে (IPL 2020) আজ শারজায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গত ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়েছে কেকেআর। পর পর দুটো ম্যাচ জিতে দারুন ছন্দে নাইট শিবির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো ম্যাচ জিতলেও গত ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেছে। তাই আজের ম্যাচ জিততে মরিয়া দিল্লি শিবির। অন্যদিকে জয়ের হ্যাটট্রিক করতে তৈরি কলকাতা নাইট রাইডার্সও।

শিবম মাভি, কমলেশ নাগরকোটি, শুভমান গিল- এই তিন তরুণ ক্রিকেটার দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম তিন ম্যাচে ওপেন করতে নেমে একেবারের বড় রান করতে ব্যর্থ হয়েছেন সুনীল নারিন। দিল্লি বিরুদ্ধে টম ব্যান্টনকে টপ অর্ডারে ফিরিয়ে আনতে পারে কেকেআর শিবির। কামিন্স, মরগ্যান ছন্দেই রয়েছেন। অন্যদিকে রিকি পন্টিংকে তার দলের খেলোয়াড়দর সঠিক ভাবে বাছাই করতে হবে এবং সাবধানতার সাথে ব্যাটিং লাইন-আপ ঠিক করতে হবে। কারণ কলকাতার দুর্দান্ত বোলিং ইউনিটের বিপক্ষে বড় শট নেওয়ার মতো লোকের দরকার।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: ঋষভ পন্থ, অ্যালেক্স কেরি, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, অজিঙ্কে রাহানে, পৃথ্বি শ, শিমরন হেটমায়ার, অক্সার প্যাটেল, মার্কাস স্টোনিস, কিমো পল, কাগিসো রাবাদাছ

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, সুনীল নারিন, নীতীশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগরকোটি।

পিচ রিপোর্ট: সংযুক্ত আরব আমিরশাহির তিনটি ভেন্যুর মধ্যে শারজার উইকেট সর্বাধিক সমতল। এই ভেন্যুতে, এ পর্যন্ত খেলে যাওয়া দুটি ম্যাচে মোট চারবার ২০০ রান গণ্ডি টপকেছে। ছোটো বাউন্ডারির কারণে ব্যাটিং সবচেয়ে সহজ।

পরিসংখ্যান: দু'টি দল এ পর্যন্ত আইপিএলে ২৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। কেকেআর জিতেছে ১৩ বার, দিল্লি জিতেছে ১০ বার।