টি টোয়েন্টি দলের নেতৃত্বে রোহিত শর্মা। ফাইল ছবি। (Photo Credits: Getty Images)

মুম্বই, ২৪ অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। সাকিবদের বিরুদ্ধে টেস্টে খেললেও, টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) বিশ্রাম নিচ্ছেন। বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)।  ভারতীয় দলে দুই নতুন মুখ। সাকিব আল হাসানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জোড়া চমক। বিজয় হাজারেতে ডবল সেঞ্চুরি করে নজির গড়া কেরলের উইকেটকিপার-ব্যাটসম্যানকে সঞ্জু স্য়ামসন (Sanju Samson)-কে স্কোয়াডে জায়গা দেওয়া হল। ভারতীয় এ  দলের হয়ে দারুণ খেলা মুম্বইয়ের অলরাউন্ডার ব্যাটসম্যান শিবম দুবে (Shivam Dube)-কেও টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেওয়া হল।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বোলিং আক্রমণে অনেক নতুন মুখ। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুনদের দেখে নেওয়া হচ্ছে। শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, দীপক চাহারদের মত নতুন পেসারদের ওপর ভরসা রাখা হয়েছে। স্পিন বিভাগে থাকছেন রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর।

টি টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াড: 

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার) , ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর।।

টি  টোয়েন্টি সিরিজের মত টেস্ট দলে অবশ্য কোনও চমক নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডই রেখে দেওয়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে তৃতীয় টেস্টে অভিষেক হওয়া শাহবাজ নাদিমকে রাখা হয়নি। কুলদীপ চোট পাওয়ায় নাদিমকে রাঁচি টেস্টেরাখা  হয়েছিল। কুলদীপের  চোট সারায় তাঁকে দলে রাখা হল।

টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুবমন গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার)।

আগামী মাসে ভারত সফরে এসে বাংলাদেশ টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্য়াচের ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ। টি২০ সিরিজের পর ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ দু ম্য়াচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ কলকাতায়, ২২ নভেম্বর থেকে।