নয়াদিল্লি: পাকিস্তানকে (Pakistan) হারিয়ে মহিলা টি২০ বিশ্বকাপ ২০২৩ (T20 Women World Cup 2023)-র গ্রুপ বি-র ম্যাচে জয়ী হল ভারত (India)।

প্রথম ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তানের (Pakistan Women Cricket Team) মহিলা দল। তার জবাবে দ্বিতীয় ইনিংসে এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট টিম (Indian Women Cricket Team)। ৩ উইকেটে ১৫৩ রান করে তারা। এর ফলে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।

নিউল্যান্ডসের (Newlands) পিচে ১২০ বলে ১৫০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ছিল ভারতীয় মহিলা ক্রিকেটাররা। ওপেনার যস্তিকা ভাটিয়া ২০ বলে ১৭ রান করে আউট হলেও সাত ওভারে শাফেলি ভার্মার সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে সাত ওভারে ভারতের রান ৫০ করে ফেলেছিলেন। কিন্তু, ভার্মাও ইনিংসের মাঝপথে যখন আউট হন তখন ভারতকে শেষ ১০ ওভারে ৮৫ রান করতে হত। এর ফলে কিছুটা চাপ তৈরি হয়।

এরপরই ভারতীয় দলের হাল ধরেন জেমিমা রডরিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কাউর। তাঁরা জুটি বেঁধে করে আরও ৪০ রান। ৬ ওভারে ৫৫ রান করতে হবে এই সময়ে আউট হন কাউর। তাঁর আউটের পরে জেমিমার সঙ্গে জুটি বেঁধে বড় বড় শট মেরে ভারতের জয় সুনিশ্চিত করেন রিচা ঘোষ। মূলত তাঁদের দুজনের ব্যাটের জোরেই সাত বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। আরও পড়ুন: Dharamshala: পিচ তৈরি নয়, ধর্মশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট