ভারতীয় ক্রিকেটে আতঙ্কের দিন। আজ, রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের তিনটি দলই (পুরুষ মহিলা, যুব) হেরে গেল। এদিন সকালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায় রোহিত শর্মা-র টিম ইন্ডিয়ার। এরপর দুপুরে ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২২ রানে পরাস্ত হয়ে সিরিজ হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এরপর দুবাইয়ে পড়ন্ত বিকেলে যুব এশিয়া কাপের (অনুর্ধ্ব ১৯) ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেল ভারত। একই দিনে তিনটি হারে অন্ধকারে ভারতীয় ক্রিকেট।
তবে এই তিনটি হারের মধ্য়ে সবচেয়ে হতাশার বোধহয় যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হার। কারণ এশিয়া ও যুব বা ছোটদের বাইশ গজে ভারতের দাপট বরাবরের। এদিন, দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনুর্ধ্ব দল ১৯৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে আইপিএল চুক্তিতে কোটিপতি ১৩ বছরের বৈভব সূর্যবংশীরা একেবারে খারাপ খেলে মাত্র ১৩৯ রানে অল আউট হয়ে যায়। মহম্মদ আমনের নেতৃত্বে খেলা ভারতীয় ক্রিকেট দল এদিন মাত্র ৩৫.২ ওভারে অল আউট হয়ে যায়। গতবারও অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার ভারতীয় যুব দলকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। পড়ুন- ফাইনালে যুব দলের ফাইনালে হারের ম্যাচ রিপোর্ট
দেখুন খবরটি
Bangladesh Dismantle India To Retain Under 19 Asia Cup Crown!#INDvsBAN #TeamIndia #AsiaCup #ACC #ACCMensU19AsiaCup #Cricket pic.twitter.com/URGXApc384
— The Sportz (@TheSportzIndia) December 8, 2024
মহিলাদের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ব্রিসবেনের হারটা হতাশার কারণ হরমনপ্রীত কৌররা একেবারেই লড়াই করতে পারলেন না। ইলসে পেরির দুরন্ত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে করা অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে হরমনপ্রীত কৌর-রা তেমন কিছুই করতে পারেননি। তবে ওপেন করতে নেমে বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (৫৪) ভাল খেললেন। সিরিজ হেরে হরমনপ্রীত কৌর-রা বুধবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে পার্থে হোয়াইটওয়াশ বাঁচাতে লড়বেন। সিরিজের প্রথম ওয়ানডে-তে বৃহস্পতিবার ব্রিসবেনে হরমনপ্রীত-রা ৫ উইকেটে হেরেছিলেন। পড়ুন- ব্রিসবেন ওয়ানডে-তে হেরে সিরিজ খোয়ালেন হরমনপ্রীতরা
একই দিনে তিন হার
🚨TEAM INDIA TODAY: 🇮🇳
- Lost Adelaide Test vs Australia.
- Lost ODI series vs AUS Women's.
- Lost Final vs BAN U19 Asia Cup Final.
A day to forget for Indian Cricket and Indian fans..!!!! pic.twitter.com/5346dY5pWp
— Helping Hand Sk 𝖢𝗋𝗂𝖼𝗂𝗇𝖿𝗈 (@HelpingHandSk) December 8, 2024
সকালে অ্যাডিলেডে রোহিত শর্মার দল হারতে বেশী সময় নেয়নি। ২৯ রানে পিছিয়ে থেকে, ৫ উইকেট হাতে রেখে নেমে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৭৫ রানে গুঁটিয়ে যায়। জয়ের জন্য ১৮ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ বলে বিনা উইকেটেই সেই রান তুলে সিরিজ ১-১ করে। ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। সিরিজ ১-১ অবস্থায় শনিবার, ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্টে নামথেন রোহিত শর্মা-প্য়াট কামিন্সরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ব্রিসবেনে টিম ইন্ডিয়াকে জিততেই হবে। পড়ুন- অ্যাডিলেডে লজ্জার হার রোহিত শর্মাদের
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে পার্থে দ্বিতীয় ইনিংসটা বাদ দিলে টিম ইন্ডিয়া অল আউট হয়েছে যথাক্রমে ১৫০, ১৮০ ও ১৭৫ রানে। এই তিনটি ইনিংসেই অজি পেসারদের সামনে বিরাট, রোহিতরা একেবারে ব্যর্থ হয়েছেন। তবে পার্থের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ৪৮৭ রানে ডিক্লেয়ার করে ২৯৫ রানের বড় জয় পেয়েছিল।