India U19 vs Bangladesh U19, Final, ACC U19 Asia Cup 2024: দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১৩৯ রানে অলআউট হয়ে যায়। আল ফাহাদ ও মৃধার বোলিংয়ে দুই ওপেনার আয়ুশ মহাত্রে (১) ও বৈভব সূর্যবংশীকে (৯) শুরুতেই হারায় ভারত। এরপর আর হোসেনের বলে উইকেট হারান আন্দ্রে সিদ্ধার্থ (২০)। পরে ফাহাদ তার দ্বিতীয় উইকেট নেন এবং হাসান ইমন বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন। মহম্মদ আমান হার্দিক রাজের সাথে ভারতের হয়ে ব্যাট করে দলকে ফেরানোর চেষ্টা করেন। এরপর বাংলাদেশের অধিনায়ক তামিন ৩ উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শুরুতে ভারত প্রথম ইনিংসে ৪৯.২ ওভারে বাংলাদেশকে ১৯৮ রানে আটকে দেয়। ম্যাচের শুরুতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শিহাব জেমস ও আর হোসান বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও হাফ সেঞ্চুরি করতে পারেননি। IND vs AUS 2nd Test Highlights: ব্যর্থ ভারত, ১০ উইকেটে অ্যাডিলেডে জয়ী অস্ট্রেলিয়া; একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল
Asia’s best again!💥
Congratulations 👏
Bangladesh Under 19 Team on winning back-to-back Asia Cups!#BCB #Cricket #ACC #ACCMensU19AsiaCup pic.twitter.com/2RenhM0hS3
— Bangladesh Cricket (@BCBtigers) December 8, 2024
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠিত এই টুর্নামেন্টটি বছরের পর বছর ধরে ১১টি সংস্করণ দেখেছে। এর সর্বশেষ টুর্নামেন্টটি এই রবিবারের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, আগের ১০টি টুর্নামেন্টের আটটিতে শিরোপা জিতেছে। ২০১৭ ও ২০২৩ সালে মাত্র দু'বার ফাইনালে উঠতে পারেনি ভারত। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারেও তারা সেই জয়ের ধারা বজায় রেখে দ্বিতীয়বার নিজের শিরোপা রক্ষা করতে সক্ষম হয়েছে।
𝗕𝗢𝗪 𝗗𝗢𝗪𝗡 𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦! 🏆
Presenting the winners of the #ACCMensU19AsiaCup 2024 - Bangladesh U19! 🇧🇩#ACC pic.twitter.com/l0VYQdPLRu
— AsianCricketCouncil (@ACCMedia1) December 8, 2024