Australia National Cricket Team vs India National Cricket Team 2nd Test Scorecard: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল (AUS বনাম IND) আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একে অপরের মুখোমুখি হয়। আজ দিনের শুরুতেই প্যাট কামিন্স টেস্টে তার ১৩তম পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শুরুতে ভারতকে মাত্র ১৭৫ রানে অলআউট করে দেয়। নীতীশ কুমার রেড্ডির ৪২ রানের ইনিংস ভারতকে ১৮ রানের লিড নিতে সাহায্য করে। যার ফলে অস্ট্রেলিয়াকে আরও একবার ব্যাট হাতে নামতে হয়। যেখানে ৩.২ ওভারে ১৯ রান তুলে ১০ উইকেটে পিঙ্ক বল টেস্ট জিতে নেয়। দিন রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া নিজের আধিপত্য বজায় রেখে পরের ম্যাচে যাবে। এই মুহূর্তে সিরিজ ১-১ সমতায় রয়েছে৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় এখন অস্ট্রেলিয়া শীর্ষে চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা এখন দ্বিতীয় স্থানে রয়েছে এবং ভারত পিছলে তিন নম্বরে নেমে গেছে। Travis Head vs Siraj: আউট করে ট্রাভিস হেডের সঙ্গে তর্কে জড়ালেন সিরাজ, পেসারকে অ্যাডিলেড 'বু'; দেখুন ভিডিও
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল
THE WTC POINTS TABLE...!!! 🏆 pic.twitter.com/wMp6wsk6yM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 8, 2024
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ভারতের উপর পুরোপুরি ডমিনেট করে। ঋষভ পন্থ এবং নীতীশ কুমার রেড্ডি আজ ভারতকে কিছুটা আশা দেন কিন্তু আজ দিনের শুরুতেই পন্থ আউট হন। গতকালই ভারতের ইনিংসের অর্ধেক দল ১২৮ রানে ফিরে যায়। রোহিত শর্মা (৬) এবং বিরাট কোহলি (১১) আরও একবার প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় ভারতের পক্ষে পরিস্থিতি খারাপ হয়ে যায়। শুরু থেকেই অস্থির থাকা রোহিতকে প্যাট কামিন্স আউট করেন। এদিকে বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল স্কট বোল্যান্ডের শিকার হন। ভারত পুরো সেশন জুড়ে চাপের মধ্যে ব্যাট করে। জয়সওয়াল (২৪) ও কেএল রাহুলও (৭) আগের টেস্টের মতো দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হন।
Massive win in Adelaide for Australia as they level the series 1-1 💪#WTC25 | #AUSvIND 📝: https://t.co/D4QfJY2DY1 pic.twitter.com/RXZusN98wU
— ICC (@ICC) December 8, 2024
পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় সেশনে ট্রাভিস হেড মাত্র ১১১ বলে তার অষ্টম টেস্ট সেঞ্চুরি করে ভারতকে বেশ বিপদে ফেলে দেন। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল মার্শকে আউট করলেও ট্রাভিস হেড চালিয়ে যান। হেড ও মার্নাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের দ্বিতীয় সেশনেও জয় পায় অস্ট্রেলিয়া। হেড যখন উইকেটরক্ষক ক্যারির সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন তখনই সিরাজ তাঁকে আউট করে অজিদের ব্যাটিং লাইনআপের একদিক থেকে ইতি ঘটান। কিন্তু হেডের সঙ্গে অধিনায়ক কামিন্স এসে স্লো হলেও ভালো জুটি গড়েন। শতকের পর বাউন্ডারির বন্যা বইয়ে দেওয়া হেড ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলে আউট হয়ে ফিরে যান। সেশনের শেষ ওভারে কামিন্সকে ১২ রানে বোল্ড করেন বুমরাহ। সিরাজ এবং বুমরাহ চারটি করে উইকেট নিলেও অস্ট্রেলিয়া এখন ১৫২ রানের লিডে ৩৩৭ রানে অলআউট হয়ে যায়।