Smriti Mandhana in action (Photo Credits: IANS)

India Women vs Australia Women, 1st T20I-দিন-রাতের গোলাপি বলের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে এবার টি-২০-তে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে। গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর এই প্রথম বার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচে মিতালি রাজরা (Mithali Raj) অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন। আঙুলের চোটের কারণে ওয়ানডে ও টেস্ট না খেললেও অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) টি-২০ সিরিজে খেলবেন। এ ফলে ভারতের মহিলাদের শক্তি আরও বাড়বে। সবার চোখ থাকবে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার দিকে। দু'জনেই দারুন ফর্মে রয়েছেন। গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মান্ধানা।

ঝুলন গোস্বামী আজকের ম্যাচে খেলবেন না। শিখা পান্ডে তাঁর অনুপস্থিতিতে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। সঙ্গে রয়েছেন মেঘনা সিং এবং পুজা বস্ত্রকার। মিডল অর্ডারে থাকবেন রিচা ঘোষ এবং ইয়াস্তিকা ভাটিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জন্য পেসার টায়লা ভ্লেইমিংকের প্রত্যাবর্তনের আশার কথা। হান্না ডার্লিংটন আজকের ম্যাচে অভিষেক করতে পারেন। এছাডা়ও প্রথম টি-২০ ক্যাপ পেতে পারেন তাহলিয়া ম্যাকগ্রাও।

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের প্রথম টি-২০ ম্যাচ কোথায় হবে?

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ হবে গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে।

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ কখন শুরু হবে?

৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টো ১০ মিনিটে ম্যাচ শুরু হবে।

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ লাইভ কভারেজ কোথায় এবং কী ভাবে দেখা যাবে?

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ সোনি সিক্স, সোনি ১, সনি ১ এইচডি, সোনি টেন, সোনি টেন এইচডি-তে সরাসরি সম্প্রচারিত হবে।

অনলাইনে এই ম্যাচ কোথায় দেখা যাবে?

এই ম্যাচের অনলাইন স্ট্রিমিং SonyLiv- এ পাওয়া যাবে।