টি-২০ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় জাতীয় ক্রিকেট দল সম্প্রতি জিম্বাবোয়ে জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে।জুলাইয়ের শেষে টিম ইন্ডিয়া যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সফর থেকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের তাঁর মেয়াদ শুরু করবে। ২৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ জুলাই। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
ভারতের দর্শকরা ম্যাচগুলো বাড়িতে বসেই দেখতে পাবে কারণ এই ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে ডিডি ভারতী। দূরদর্শন স্পোর্টস তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য দিয়েছে।
India Tour of Sri Lanka 2024 ✨
🏏 3 T20Is - July 27, 28, 30 ⏰ 6 PM onwards..
Watch LIVE on DD Bharati 1.0 (DD Free Dish)#TeamIndia #SLvIND #MenInBlue pic.twitter.com/6z06SMn7mh
— Doordarshan Sports (@ddsportschannel) July 16, 2024
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, তাই সহ অধিনায়ক হার্দিকের নেতৃত্বে লড়াইয়ে নামবে ভারত। তবে জিম্বাবোয়ে সফরের দল যে অপরিবর্তিত থাকছে না তা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। তাই ভারতের সম্ভাব্য টি২০ দল হতে চলেছে অনেকটা এরকম- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, আবেশ খান বা মুকেশ কুমার, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, হর্ষিত রানা, শিবম দুবে।