মোতেরায় তৃতীয় টেস্টের (India vs England 3rd Test 2021) প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। ভারতের হয়ে ৬ উইকেট শিকার করলেন স্পিনার অক্সার প্যাটেল। ৩৮ রানে ৬ উইকেট পেলেন অক্সার। তিন উইকেট নিয়ে গোলাপি বলেও ফের যাদু দেখালেন অশ্বিন। চলমান সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট পেয়েছিলেন অক্সার। এটি অস্কারের দ্বিতীয় টেস্ট। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচে ৫ উইকেট শিকার করলেন তিনি। ১৯৮৮ সালে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পান প্রাক্তন লেগস্পিনার নরেন্দ্র হিরওয়ানির।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নিজের দ্বিতীয় ওভারেই ডম সিবলিকে শূন্য রানে ফেরান ইশান্ত শর্মা। তাঁর বলে স্লিপে ক্যাচ নেন রোহিত শর্মা। এরপর বল করতে এসেই বেয়ারস্টোকে ফিরিয়ে দেন অস্কার। এরপর অশ্বিনের বলে ১৭ রানের মাথায় ফেরেন ইংরেজ অধিনায়ক জো রুট। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জ্যাক ক্রলিকে ৫৩ রানে ফিরিয়ে দেন অক্সার। আরও পড়ুন: Manoj Tiwary Joins TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি
চা-বিরতির পর ফিরেই সাফল্য আসে। পোপকে ১ রানের মাথায় ফিরিয়ে দিলেন অশ্বিন। ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৬ রানের মাথায় আবারও অস্কারের বলে ফেরেন বেন স্টোকস। এরপর জোফরা আর্চারের অফস্টাম্প নড়িয়ে দেন অক্সার। অশ্বিনের বল সামনে এগিয়ে খেলতে গিয়ে আউট হন লিচ। সুইপ করে ছয় মারতে গিয়ে অক্সারের বলে ক্যাচ দেন স্টুয়ার্ট ব্রড। ধরা পড়েন বুমরার হাতে। ইংরেজদের শেষ উইকিটটিও তুলে নেন অক্সার। তাঁর বলে বোল্ড হন ফোকস।