কলকাতা, ২২ নভেম্বর: আজ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardence) ভারতে প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ (India-Bangladesh 2nd Test)। বিশ্ব ক্রিকেটে নবম এবং দশম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বলে খেলবে ভারত ও বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে জেতার পর বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কম্পানি এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে পা রাখবে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে কড়া পরিশ্রম করতে হবে বেঙ্গল টাইগারদের।
ভারতীয় দলের দিকে তাকালে দেখা যাবে মহম্মদ শামি সেরা ফর্মে রয়েছন। তিনি বাংলাদেশের কাছে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের খেলায় তিনি নিজের জাত চিনিয়েছেন। কলকাতাতেও একইরকম পারফরম্যান্স মেলে ধরতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। অন্যদিকে প্রথম টেস্টে চার উইকেট নিয়ে মন কেড়েছেন বাংলাদেশের আবু জায়েদ। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙে ফেলার জন্য গোলাপি বলে তিনিও মরিয়া হয়ে উঠবেন। আজকের ম্যাচে শিশির বড় ফ্যাক্টর। কারণ শিশিরের কারণে ইডেনের আউটফিল্ড সন্ধ্যায় আর্দ্রতা পেতে থাকে। যা বল করার জন্য চ্যালেঞ্জিং। গোলাপি বলে স্পিনাররা ঠিক সুবিধা পান না। তাই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এই ম্যাচে কতটা প্রভাব ফেলবেন তা দেখার। আরও পড়ুন: Mamata Banerjee-Sheikh Hasina Meet: গোলাপি টেস্টের সাক্ষী হতে আজ কলকাতায় আসছেন শেখ হাসিনা, সন্ধ্যায় বৈঠক মমতা ব্যানার্জির সঙ্গে
আজ এক ঐতিহাসিক ম্যাচের (Historic Match) সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা (Kolkata) তথা ইডেন গার্ডেন্স। ভারতীয় উপমাহাদেশে এই প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ হবে। সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আগামী প্রজন্মের কাছে এই ম্যাচ ইতিহাস হয়ে থাকবে। স্টেডিয়াম, স্কোরবোর্ড-সহ শহিদ মিনার, টাটা বিল্ডিং সবেতেই গোলাপি আভা। গঙ্গার বুকে ভেসে চলা ভেসেলেও গোলাপি রং, শহরের সমস্ত সরকারি অফিস গোলাপি। গোলাপি বলের ক্রিকেটকে বরণ করতেই স্মৃতির শহরের এত আয়োজন। ক্রিকেটের মক্কা সেদিন গোলাপি গাউন, গোলাপি রিবনে সেজে খিলিয়ে হাসবে। শুধু আলো নয়, টেস্ট ক্রিকেটের ভবিষ্যতকে বরণ করে নিতে সবাইকে ম্যাচ দেখার অনুরোধ করেছেন সৌরভ গাঙ্গুলি।