India vs Bangladesh 1st Test 2022 Day 3 Live Streaming: ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট তৃতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন খেলা
Shakib-Al-Hasan-and-KL-Rahul (Photo credit: Twitter) @BCBTigers

দীর্ঘ ৭ বছর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India vs Bangladesh Test 2022)। প্রথম টেস্ট দ্বিতীয় দিনের শেষে, ৮ উইকেটে ১০২ রান করে বাংলাদেশ বেশ বিপাকে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) চার উইকেট নেন। উমেশ যাদবও (Umesh Yadav) একটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২৫০-এর বেশি রানে পিছিয়ে দেয়। ভারত প্রথম ইনিংসে ৪০৪ রান করে। দ্বিতীয় দিন শুরুতে ৮৬ রানে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আউট হয়ে যায়। কুলদীপ-অশ্বিনের ৯২ রানের জুটি গড়ে ভারতকে ৪০০-র কাছাকাছি নিয়ে যায়।

কবে, কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট  ম্যাচ? 

কাল, ১৬ ডিসেম্বর সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, (Zahur Ahmed Chowdhury Stadium), চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।

কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?

ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)।  সোনি-এর স্পোর্টস চ্যানেলে  হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।