ভারতীয় ক্রিকেট দল (Photo: Getty Images)

নতুন দিল্লি, ২ নভেম্বর: আগামীকাল রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) প্রথম টি টোয়েন্টিতে (T20) মুখোমুখি হচ্ছে ভারত (India)-বাংলাদেশ (Bangladesh)। ভারত সফরে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। ভারতীয় ক্রিকেট সমর্থকদের তেমন চিন্তা নেই। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, পরিসংখ্যান বলছে বাংলাদেশকে ক্রিকেটীয় যুদ্ধে বারবার ধরাশায়ী করেছে ভারতীয় দল। এবার ঘরের মাঠেও যার অন্যথা হবে না। কারণ একে তো বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার ভারত সফরে আসেননি। তামিম ইকবাল (Tamim Iqbal) ও শাকিব আল হাসান (Shakib Al Hasan) না থাকায় বাংলাদেশ দল কিছুটা ব্যাকফুটে। তবে বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁরা তামিম বা শাকিবের অনুপস্থিতি নিয়ে ভাবছেন না। বরং সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল ফিরোজ কোটলার (Feroz Shah Kotla Ground) অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধে ৭টা থেকে খেলা শুরু।

দুই দেশের ক্রিকেটীয় যুদ্ধের পরিসংখ্যান দেখলে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হতাশ হতে হবে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত একবারও ভারতীয় দলকে টি-২০ ম্যাচে হারাতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম টি-২০ শুরুর ২৪ ঘণ্টা আগে এমন পরিসংখ্যান রোহিত শর্মার দলকে ভরসা দিতে পারে। অন্যদিকে, বাংলাদেশ সমর্থকদের এই পরিসংখ্যান নিতান্তই হতাশ করবে। আরও পড়ুন: U-23 World Wrestling Championship: সেমিফাইনালে তুরস্কের জেনিপ ইয়েটগিলকে হারিয়ে ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা পালোয়ান পূজা গেহলট

পরিসংখ্যান অনুযায়ী, দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত ৮টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। আর প্রতিবারই জয় পেয়েছে ভারতীয় দল। ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র একটি টি-২০ ম্যাচ এখনও পর্যন্ত খেলা হয়েছে। ২০১৬ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচেও বাংলাদেশকে হারিয়েছিল বিরাট কোহলিরা। ভারত ও বাংলাদেশ শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের ১৮ মার্চ শ্রীলঙ্কায়। সেই ম্যাচে ভারচীয় দল জিতেছিল চার উইকেটে। দুই দেশের মধ্যে মুখোমুখি সাক্ষাতে সব থেকে বেশি রান করেছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। বাংলাদেশের বিরুদ্ধে আগের ৮টি টি টিয়োন্টি ম্যাচেই খেলেছেন রোহিত। মোট ৩৫৬ রান করেছেন তিনি। গড় ৪৪.৫০। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়িন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে ভারতের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। ১৮৬ রান করেছেন তিনি। গড় ২৬.৫৭। অন্যদিকে ভারতের বিরুদ্ধে সব থেকে সফল বাংলাদেশের বোলার সাব্বির রহমান (Sabbir Rahman)। তবে এবার টি টোয়েন্টি সিরিজে তিনি দলে নেই। ভারতের বিরুদ্ধে আগের ৮টি টি টোয়েন্টিতে সব থেকে বেশি রান করেছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। ১৬৫ রান করেছেন তিনি। গড় ৩৩।