Rohit Sharma & Shubman Gill (Photo Credits: X)

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শুক্রবার প্রকাশিত খবর অনুযায়ী, টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে যোগ দেননি গিল। যদি রিপোর্টগুলো বিশ্বাস করা হয়, তাহলে তার রিপোর্টে ডেঙ্গু পরীক্ষায় ফল পজিটিভ পাওয়া গেছে, যা সম্ভবত তাকে কিছু সময়ের জন্য মাঠের বাইরে রাখবে। সম্প্রতি Sportskeeda-এর খবর অনুযায়ী এরূপ অবস্থায় গিল শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষের প্রথম বিশ্বকাপের ম্যাচ নয় তিনি বাদ পড়তে পারেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকেও। এর আগে রাজকোটে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয় গিলকে ফলে তাঁর জায়গায় ওপেনিং করতে পারেন ইশান কিষাণ। তবে চেন্নাইয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গিলকে পুরোপুরি বাদ দিতে রাজি নন দ্রাবিড়। Shubman Gill Dengue Fever: ডেঙ্গুতে আক্রান্ত শুভমন! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত গিল

গতকাল প্রেস কনফারন্সে ভারতের কোচ বলেন, 'সে আজ নিশ্চয়ই ভালো বোধ করছে। মেডিক্যাল টিম প্রতিদিনই নজরদারি চালাচ্ছে। আমাদের হাতে ৩৬ ঘণ্টা সময় আছে, আমরা দেখব তারা কী সিদ্ধান্ত নেয়। মেডিক্যাল টিম এখনও বাদ দেয়নি। আমরা প্রতিদিন তার ওপর নজর রাখব। কালকের পর দেখব ও কেমন অনুভব করে।'

বিশ্বকাপ অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হলেও ভারতের বিশ্বকাপ শুরু হবে এই রবিবার পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও ভারত অজিদের বিপক্ষে বিশ্বকাপের আগে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে যেটি তারা ২-১ ব্যবধানে জয় লাভ করে। আজ দুপুর ২টো বেজে ১৫ মিনিটে চেন্নাই ম্যাচের আগে প্রেস কনফারেন্স করবেন রোহিত শর্মা। সেখানে আশা করা যায় ভারতের ওপেনিংয়ে তাঁর সঙ্গে কে থাকবে সেই বিষয়টি কিছুটা হলেও পরিষ্কার হবে। এছাড়া জানা গিয়েছে চেপকের পিচের কথা মাথায় রেখে তিনজন স্পিনার নিয়ে নামবে ভারত, তাঁরা সম্ভবত কুলদীপ, জাদেজা এবং অশ্বিন।