রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে তারকা ব্যাটসম্যান শুভমন গিলকে (Shubman Gill) ছাড়াই মাঠে নামতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে, বৃহস্পতিবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে দলের নেট সেশনে অনুপস্থিত থাকা ফর্মে থাকা ওপেনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট গিলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে এবং শুক্রবার আরও এক দফা পরীক্ষা-নিরীক্ষার পর গিলের প্রাপ্যতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে গিল যদি সুস্থ হয়ে উঠতে না পারেন, তা হলে ইশান কিষাণ (Ishan Kishan) বা লোকেশ রাহুলের (KL Rahul) সঙ্গে ওপেনিং জুটিতে রোহিত শর্মাকে খেলানো উচিত কি না, সেদিকেই তাকিয়ে থাকবে ভারত। তবে ভারতের তরুণ ব্যাটিং প্রতিভার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে। India's ODI Cricket World Cup 2023 Schedule: আজ থেকে শুরু বিশ্বকাপ, জানুন ভারতের ম্যাচের সম্পূর্ণ সূচি
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ফর্ম কিছুটা খারাপ হলেও তারপর থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৮৯০ রান করে শীর্ষে ছিলেন তিনি। সর্বশেষ এশিয়া কাপে ব্যাটিং তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ৩০২ রান করেছিলেন তিনি। গত কয়েক ইনিংসে তার সংগ্রহ ১০৪, ৭৪, ২৭, ১২১, ১৯, ৫৮ ও ৬৭। বিশ্বকাপের আগে ভারতীয় দলের অন্দরে অনিশ্চয়তার হাওয়া বইছে। চোট সারিয়ে দলে ফিরেছেন দলের একাধিক তারকা। যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন। এমনকি এশিয়া কাপের সময়ও স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) চোট পেয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।