
India Squad Announcement Live Streaming: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে আজ শনিবার, ২৪ মে ঘোষণা করা হবে। যেখানে শুভমন গিল (Shubman Gill) নাকি ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কাকে নতুন অধিনায়ক ঘোষণা করা হবে সেটা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছে প্রত্যেক ক্রিকেট প্রেমী। আসলে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট থেকে অবসরের পর এখন নতুনভাবে টেস্ট দল সাজানো হবে। সেই কারণে ইংল্যান্ডের এই সিরিজের দল ঘোষণা ঘিরে বেড়েছে এত উত্তেজনা। কিছু রিপোর্ট অনুযায়ী, নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকার (Ajit Agarkar) ১৬ বা ১৭ সদস্যের একটি দল ঘোষণা করতে চলেছেন। সাই সুদর্শন (Sai Sudharsan) টেস্ট দলে নতুন মুখ হতে চলেছেন বলেও জল্পনা শুরু হয়েছে। এছাড়া শামির পরিবর্তে যেতে পারেন বাঁ হাতি বোলার অর্শদীপ সিংও (Arshdeep Singh)। Mohammad Shami, IND vs ENG: ফিটনেস উদ্বেগ! ইংল্যান্ড টেস্ট সিরিজ মিস করবেন মহম্মদ শামি, বলছে রিপোর্ট
আজ ঘোষিত হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল
Who's going to fill RO-KO's void? 🤔
Who's going to lead the Indian Test squad? 🧢
Get ready for the future of Indian cricket! ✨
Catch all the LIVE UPDATES of the Indian Test squad announcement TOMORROW from 12.30 PM onwards only on the Star Sports Network and JioHotstar! pic.twitter.com/i1Bp9iPcO2
— Star Sports (@StarSportsIndia) May 24, 2025
কোথায়, কখন সরাসরি দেখবেন ভারতের দল ঘোষণা?
দল ঘোষণার জন্য সরাসরি সম্প্রচার ২৪ মে দুপুর ১২:৩০টা থেকে শুরু হবে। এরপর বিসিসিআই ১:৩০টা থেকে মুম্বইয়ে বিসিসিআই সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের ঘোষণা করেছেন। সেটাও অনলাইনে সম্প্রচার করা হবে। ভারতের ২০২৫ ইংল্যান্ড টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports network) সম্প্রচার করা হবে। আপনি টিভিতে স্টার স্পোর্টস ১ (Star Sports 1) এবং স্টার স্পোর্টস ২ (Star Sports 2) চ্যানেলে দেখতে পাবেন। এছাড়া এটি জিওহটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিম করা যাবে।