Rohit Sharma and Yashasvi Jaiswal. (Photo Credits: X)

কানপুর টেস্টের প্রথম তিন দিনে মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পরেও অধিনায়ক রোহিত শর্মা- কোচ গৌতম গম্ভীরের অতি সাহসী ক্রিকেটে জয়ের সামনে ভারত। আর এটা সম্ভব হল এদিন গ্রিনপার্কে ভারতীয় ব্যাটারদের টেস্টে বিশ্বরেকর্ড ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্য। আর এই রোহিতদের এই সুনামী ব্যাটিংয়ে একই সঙ্গে টেস্টের বড় পাঁচটি বিশ্বরেকর্ড ভেঙে গেল। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এখন কোনও দলের করা ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ রানের দ্রুততম ইনিংসটা এদিন টিম ইন্ডিয়া গড়ল কানপুরে। ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন রোহিত শর্মা। তারপর টানা সেই ঝড় চলতে থাকে। যশস্বী জয়সওয়াল থেকে শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল-রা অবিশ্বাস্য ইনিংস খেলেন।

টিম ইন্ডিয়া প্রথম ৫০টা রান করে ৩ ওভারে (১৮ বলে)। তখন ঝড় তুলছিলেন রোহিত শর্মা-যশস্বী জয়সওয়াল। এর আগে টেস্টে কোনও দলের দ্রুততম ৫০ রানের ইনিংসটা ছিল ইংল্যান্ডের দখলে। চলতি বছর ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাজবল ক্রিকেটের স্ট্র্যাটেজিতে ব্রিটিশরা ২৬ বলে দলের হাফ সেঞ্চুরি করেছিল। এরপর রোহিত আউট হলে জয়সওয়াল-গিল ইনিংসের গতি বাড়ান। ১০.১ ওভার বা ৬১ বলে ভারত ১০০ রানে পৌঁছে যায়। টেস্টে এত দ্রুত কোনও দল এর আগে ১০০ রান করতে পারেনি। আরও পড়ুন-অবিশ্বাস্য জয় থেকে আট উইকেট দূরে টিম ইন্ডিয়া

টেস্টে দ্রুততম দলগত সেঞ্চুরির নজিরটা এতদিন ভারতের দখলেই ছিল। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ পোর্ট অফ স্পেনে টিম ইন্ডিয়া ১২.২ ওভার বা ৭৪ বলে ১০০ রান করেছিল। এরপর যশস্বী, গিল আউট হয়ে গেলও কোহলিরা চালিয়ে খেলে দলের রানকে মাত্র ১৮.২ ওভার বা ১১০ বলে ১৫০ রান নিয়ে যান। দেড়শো রানের মাইলস্টোনেও হয় দ্রুততমের বিশ্বরেকর্ড। এর আগে টেস্টে দ্রুততম দলগত দেড়শোর রেকর্ডটা ছিল। এই রেকর্ডটাও অবশ্য ভারতের দখলেই ছিল (২০২৩ সালে পোর্ট অফ স্পেনে টিম ইন্ডিয়া ২১.১ ওভার বা ১২৭ বলে ১৫০ রান করেছিল)। কোহলি, কেএল রাহুল-রা বিস্ফোরণের বারুদে আরও মশলা দিয়ে ২৪.৪ ওভার বা ১৪৮ বলে ২০০ রানে নিয়ে যান। বলাই বাহুল্য, দলের ডবল সেঞ্চুরির রানটাও টেস্টের ইতিহাসে ২০০ রানের দ্রুততম ইনিংসের সব রেকর্ড ভেঙে ফেলে। এই রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার দখলে (২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে, ২৮.১ ওভার বা ১৬৯ বলে)।

এরপর সব শেষে পাঁচ দিনের দীর্ঘতম ফর্ম্যাটের ক্রিকেটে দ্রুততম আড়াইশো রানের ইনিংসটা ৩০ ওভারে পূর্ণ করে ফেলে গড়েন রোহিত শর্মা-রা। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ৩৪ ওভারে ২৫০ রান করে দ্রুততমের নজির গড়েছিল। শেষ অবধি কানপুরে টিম ইন্ডিয়া ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে ডিক্লেয়ার করে।

যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, শুবমন গিল ৩৬ বলে ৩৯স বিরাট কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। রোহিত শর্মার ২৩ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২০০-র ওপর। মাত্র ৩৪ ওভার চলা পুরো ইনিংসে ভারতীয় ব্যাটাররা মারেন মোট ৯টি ওভার বাউন্ডারি ও ২৮টি বাউন্ডারি।

কানপুরে টিম ইন্ডিয়ার টেস্টে দ্রুততমের বিশ্বরেকর্ড

দ্রুততম ৫০: ১৮ বলে (ছিল ২৬ বলে, ইংল্যান্ডের)

দ্রুততম ১০০: ৬১ বলে (ছিল ৭৪ বলে, ভারতের)

দ্রুততম ১৫০: ১১০ বলে (ছিল ১২৭ বলে, ভারতের)

দ্রুততম ২০০: ১৪৮ বলে (ছিল ১৬৯ বলে, অস্ট্রেলিয়ার)

দ্রুততম ২৫০: ১৮০ বলে (ছিল ২০৪ বলে, ইংল্যান্ডের)