Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৯ অক্টোবর পার্থের পার্থ স্টেডিয়ামে (Perth Stadium, Perth) মুখোমুখি হয় AUS বনাম IND। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে ২৬ ওভার করা হয়। যেখানে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৬/৯ স্কোর করে। তবে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানে টার্গেট দেওয়া হয়। সেই রান তাড়া করতে নেমে অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। তাঁর সঙ্গ দিয়ে উইকেটরক্ষক জস ফিলিপ (Josh Philippe) ৩১ রানের ইনিংস খেলেন। এছাড়া ম্যাট রেনশ (Matt Renshaw) ২১ রান করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং (Arshdeep Singh), অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১টি করে উইকেট নেন। Virat Kohli Out Video: অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে প্রথমবার শূন্য রানে আউট বিরাট কোহলি; দেখুন ভিডিও
অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম ওয়ানডে স্কোরকার্ড
An absolute statement win from the Aussies to start the summer💥
The skipper just misses a home half-century in a rain-impacted #AUSvIND ODI series opener >> https://t.co/ufWVTYf5pa pic.twitter.com/GoFic82AJx
— Fox Cricket (@FoxCricket) October 19, 2025
এর আগে ভারতীয় ব্যাটিং লাইনআপ অজি পেসের সামনে টিকতে পারেনি। শুরুতেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) যথাক্রমে ৮ এবং ০ রানে আউট হন। এরপর নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ১০ রানে ফেরত যান। বারবার বৃষ্টির কারণে মনোযোগ নষ্ট হয় এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ১১ রানে ফিরে যান। এরপর অক্ষর প্যাটেলের (Axar Patel) কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে জুটি বাঁধেন। এই জুটি ভারতের স্কোর ৪৫/৪ থেকে ৮৪/৫-এ নিয়ে যান। এরপর তারা আউট হলে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১০ রানে আউট হলে নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ১১ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলের স্কোর ১৩৬/৯-এ নিয়ে যান। অজিদের হয়ে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), মিচেল ওয়েন (Mitchell Owen) এবং ম্যাথু কুনহেমান (Matthew Kuhnemann) ২টি করে উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং নাথান এলিস (Nathan Ellis) ১টি করে উইকেট নেন।