মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে (Wankhede) স্টেডিয়ামে আয়োজিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দিন রাতের ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka) কার্যত উড়িয়ে দিল ভারত (India)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ৩৫৭ রান করে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি মিস করলেও কোহলি ও শ্রেয়স আইয়ার ও শুভমান গিলের দুরন্ত ব্যাটিংয়ে জোর সুবিশাল রান খাড়া করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শুরুতেই নিশঙ্কাকে ফিরিয়ে দেন বুমরা। এরপরই শুরু হয় শ্রীলঙ্কানদের ডেসিংরুমে ফেরার মিছিল। মাত্র ২২ রানে পড়ে যায় সাত উইকেট। সামি শো-র জেরে নাজেহাল হয়ে যায় শ্রীলঙ্কা।
তবে শেষ দিকে এম থিকশানা ও কে রাজিথা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ফলে রান কিছুটা বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করা তাঁদের পক্ষে হয়নি। ঘটেনি কোনও অলৌকিক ঘটনাও না। মোট ৫৫ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আর ভারত জিতে যায় ৩০২ রানে (India Beat Sri Lanka)। দুরন্ত বোলিং করে বিশ্বকাপে জাহির খানের ৪৪টা উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দেন মহম্মদ শামি। তৈরি করে নতুন ইতিহাস। আরও পড়ুন: Mumbai City FC vs Punjab FC, ISL 2023 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
ICC World Cup: India beat Sri Lanka by 302 runs; qualifies for semifinal pic.twitter.com/XoB4FzjGb4
— ANI (@ANI) November 2, 2023