অকল্যান্ড, ২৬ জানুয়ারি: India vs New Zealand 2nd T20I-অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে সাত উইকেটে জিতল ভারত (India)। জয় এল ১৫ বল বাকি থাকতে। লোকেশ রাহুল শেষ পর্যন্ত ৫০ বলে ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল বিরাট কোহলির দল।
অকল্যান্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ব্যাট হাতে ভালোই শুরু করে কিউয়িরা। তবে পাওয়ার প্লের পরই ম্যাচে ফেরে ভারত ৷ বুমরা, জাদেজাদের দাপটে ১৩২ রানে আটকে যায় কিউয়িদের ইনিংস৷ নিউজ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট ৷ ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৩ রান করেন ওপেনার মার্টিন গাপ্টিলও ৷ ভারতীয় বোলারদের দক্ষতাতেই এত কমে আটকে গিয়েছিল হোম টিম। শুক্রবারই এই মাঠে দু’শোর বেশি রান তুলেছিল কিউয়িরা। কিন্তু, এদিন টস জিতে ব্যাট করলেও তাদের ইনিংস কখনই গতি পেল না। আরও পড়ুন: PCB: ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে আমরাও টি-২০ বিশ্বকাপে অংশ নেব না: পিসিবি
রান তাড়া করতে নেমে যদিও ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। টিম সাউদির ষষ্ঠ বলে স্লিপে রস টেলরকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ১১ রানের মাথায় ইনিংসের ষষ্ঠ ওভারে টেলরের বলেই ফেরেন বিরাট কোহলি। লেগস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন ভারত অধিনায়ক। বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন উইকেটকিপার টিম সেইফার্ট। ৫.২ ওভারে ৩৯ রানে পড়েছিল ভারতের দ্বিতীয় উইকেট। সেখান থেকে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার টানলেন দলকে। দু’জনেই রানের মধ্যে আছেন। আর পিচেও কোনও জুজু ছিল না। ধীরেসুস্থে এগোতে থাকলেন দু’জনে। তার মধ্যে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রাহুল। শুক্রবারও পঞ্চাশ করেছিলেন তিনি। এদিন ৪৩ বলে হাফ-সেঞ্চুরিতে পৌঁছোনোর পথে তিনটি চার ও দুটো ছয় মারলেন তিনি। শ্রেয়সেরও পঞ্চাশ নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু ঈশ সোধিকে ছয় মারতে গিয়ে টিম সাউদিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৩৩ বলে তাঁর ৪৪ রানের ইনিংসে রয়েছে একটি চার ও তিনটি ছয়। তৃতীয় উইকেটে রাহুল-শ্রেয়স যোগ করেছিলেন ৮৬ রান। শ্রেয়স যখন ফিরেছিলেন, তখন জয়ের থেকে মাত্র আট রানের দূরত্বে ছিল ভারত। বাকি কাজটা রাহুলের সঙ্গে সারলেন শিবম দুবে (৪ বলে ৮)। আজকের জয়ের পর পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷