India to take on West Indies in 2nd ODI (Photo Credit: X@BCCIWomen)

ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল:  ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের আইসিসি চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে খেলা হবে।ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হওয়ার কথা।

সিরিজের প্রথম একদিনের ম্যাচে ২১১  রানে জিতে তিন ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ৩১৪ রান তোলে। মন্ধানা করেন ৯১ রান।৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ়। ২৬ রানের মধ্যে ৫ উইকেট চলে যায়। রেণূকা সিংহের দাপটে জয়ের আশা শুরুতেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের। শেষ পর্যন্ত ১০৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস। রেণুকা একাই নেন ৫ উইকেট। তিনিই ম্যাচের সেরা। ২ উইকেট প্রিয়া মিশ্রের। একটি করে উইকেট নেন তিতাস সাধু এবং দীপ্তি শর্মা।

ভারতের মাটিতে এই একদিনের সিরিজটি উভয় দলের জন্যই প্রস্তুতি ম্যাচ হিসাবে কাজ করছে, কারণ আগামী আইসিসি মহিলা বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। ভারত নিজের মাটিতে অন্য দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করছে তা এখন থেকে দেখে রাখাই ম্যানেজমেন্টের কাজ।

 

নাভি মুম্বাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর স্বাগতিকদের লক্ষ্য তাদের জয়ের গতি বজায় রাখা। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে স্মৃতি মান্ধনার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। ৩৬টি ম্যাচে এই রান তিনি করেছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১৪৯ রানের ইনিংসটি সর্বোচ্চ। মেয়েদের ক্রিকেটে এর আগে কোনও ব্যাটার এক বছরে ১৬০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। রবিবার লরা উল্ভারথের রেকর্ড ভেঙে দিলেন মন্ধানা। তিনি এক বছরে ১৫৯৩ রান করেছিলেন।