দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেওয়ার পর সিরিজের একমাত্র টেস্টেও দাপুটে জয় তুলে নেন ভারতের মহিলা ক্রিকেট দল। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানে হরমনপ্রীত কৌররা। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানোর সুযোগ থাকলেও সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই অবস্থায় তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি ভারতের কাছে সিরিজ বাঁচানোর লড়াই।
কখন, কোথায় অনুষ্ঠিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের তৃতীয় টি-২০ ম্যাচ?
আজ( ৯ জুলাই,মঙ্গলবার) তৃতীয় টি-২০টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়।
ভারতে কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ ম্যাচগুলি এদেশে সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্পোর্টস-১৮ নেটওয়ার্কে। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি দেখা যাবে স্পোর্টস-১৮ ওয়ান ও স্পোর্টস-১৮ ওয়ান এইচডি চ্যানেলে।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে ভায়াকম-১৮'এর হাতে। অর্থাৎ, ভারতে এই সিরিজের ম্যাচগুলি দেখা যাচ্ছে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে। যদিও একেবারে বিনা পয়সায় দেখা যাবে খেলা। মোবাইলে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্যাচ দেখতে হলে কোনও সাবস্ক্রিপশন ফি লাগবে না।