১০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women's T20 World Cup)। দক্ষিণ আফ্রিকায় কেপ টাউনে আয়োজিত বিশ্বকাপে আগামী রবিবার ১২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলেও বাংলাদেশকে ৫২ রানে হারায় তারা। এখন পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চাই ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ছয়বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে ভারত জিতেছে চারবার, পাকিস্তান দুইবার। ম্যাচের সাফল্য ভারতীয় দলের সঙ্গে আছে, কিন্তু পাকিস্তানেরও খেলোয়াড় আছে, যারা ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। এশিয়া কাপে শেষবার এই দুই দলের মুখোমুখি হয়।
পিচ রিপোর্ট
কেপটাউনের নিউল্যান্ডসের পিচ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং-এর জন্য বেশ অনুকূল। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১২৫। অতীতের ম্যাচগুলিতে দ্বিতীয় ব্যাটিং করা দলের জয়ের সংখ্যা বেশী।
The fiery #WomenInBlue are going up against the formidable #WomenInGreen & we can’t hide our excitement! 💪🏼🥳
H̵i̵s̵ #HerStory is about to be carved!
Tune-in to the #T20WorldCup
Today | 6:00 PM onwards | Star Sports Network & Disney+Hotstar. #BlueKnowsNoGender #BelieveInBlue pic.twitter.com/vLbpije2Eq
— Star Sports (@StarSportsIndia) February 12, 2023
ভারতের দল
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সরভানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে।
পাকিস্তানের দল
বিসমাহ মারুফ (অধিনায়ক), আইমেন আনোয়ার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, সাদাফ শামস, ফাতিমা সানা, জাভেরিয়া খান, মুনিবা আলী, নাশরা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সিদরা নওয়াজ, তুবা হাসান।
চোটের হালহকিকত -আঙুলের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন স্মৃতি মন্ধনা।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান মহিলা টি-২০ বিশ্বকাপের খেলা?
কেপ টাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) ভারত বনাম পাকিস্তান মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান মহিলা টি-২০ বিশ্বকাপের খেলা?
ভারত বনাম পাকিস্তান মহিলা,টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।