আজ শনিবার, ৯ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয়ের পথে ফিরতে মরিয়া ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছিল ভারত। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। রেনুকা সিং তিন উইকেট পেলেও ইংল্যান্ড ১৯৭ রানের বিশাল স্কোর করে। রান তাড়া করতে নেমে ভারতের হয়ে হাফসেঞ্চুরি করেন শেফালি ভার্মা। ইংল্যান্ডের হয়ে আগের ম্যাচে সেরা ছিলেন ন্যাট স্কিভার-ব্রান্ট। তিনি ৫৩ বলে ৭৭ রান করার পাশাপাশি একটি উইকেটও তুলে নেন তিনি। মুম্বইয়ে আয়োজিত হয়েছে ভারত-ইংল্যান্ড মহিলা সিরিজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের প্রতি বেশী সহায়ক। পিচটি ভাল গতি এবং অতিরিক্ত বাউন্স সরবরাহ করে যা ব্যাটসম্যানদের বেশ সাহায্য করে। আসন্ন ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচেও একই আশা করা যেতে পারে। AUS W New Captain: মেগ ল্যানিংয়ের পরিবর্তে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি
A special 1️⃣0️⃣0️⃣ awaits for Deepti Sharma tomorrow ⏳
And here's #TeamIndia Captain Harmanpreet Kaur's message for her ☺️#INDvENG | @IDFCFirstBank
Watch 🎥 🔽 pic.twitter.com/MnDOreEchJ— BCCI Women (@BCCIWomen) December 8, 2023
ইংল্যান্ড মহিলা দল: ড্যানিয়েল ওয়াট, মাইয়া বাউচিয়ার, অ্যালিস ক্যাপসি, হিদার নাইট (অধিনায়ক), এমি জোন্স (উইকেটরক্ষক), সোফি এক্লেস্টোন, ফ্রেয়া কেম্প, ড্যানিয়েল গিবসন, শার্লট ডিন, সারা গ্লেন, মাহিকা গৌর, সোফিয়া ডাঙ্কলি, বেস হিথ, লরেন বেল, ন্যাট স্কিভার-ব্রান্ট।
ভারতীয় মহিলা দল: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), হরমনপ্রীত কউর (অধিনায়ক), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, আমনজোত কৌর, তিতাস সাধু, রেণুকা ঠাকুর সিং, মান্নাত কাশ্যপ, শ্রেয়ানকা পাতিল, সাইকা ইসহাক, কণিকা আহুজা, ইয়াস্তিকা ভাটিয়া, মিন্নু মণি।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
৯ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখবেন
সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।